ডাকবাংলো চিকেন কারি (dakbunalow chicken curry recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#ebook2
#বাংলা নববর্ষ রেসিপি
ব্রিটিশ আমলের অতি জনপ্রিয় এই চিকেন কারীর দেখা কিন্তু আজও মেলে নামিদামি কিছু বাঙালি রেস্টুরেন্ট এ।নববর্ষের দিনে চিকেন অবশ্যই হতে হবে বাঙালি স্টাইলে আর তার উপর যদি হয় বাংলার ঐতিহ্যবাহী ডাকবাংলো চিকেন তাহলে তো কথাই নেই।

ডাকবাংলো চিকেন কারি (dakbunalow chicken curry recipe in Bengali)

#ebook2
#বাংলা নববর্ষ রেসিপি
ব্রিটিশ আমলের অতি জনপ্রিয় এই চিকেন কারীর দেখা কিন্তু আজও মেলে নামিদামি কিছু বাঙালি রেস্টুরেন্ট এ।নববর্ষের দিনে চিকেন অবশ্যই হতে হবে বাঙালি স্টাইলে আর তার উপর যদি হয় বাংলার ঐতিহ্যবাহী ডাকবাংলো চিকেন তাহলে তো কথাই নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫-৫০ মিনিট
৪ জন
  1. ৫০০গ্রাম চিকেন
  2. ৪-৫ টুকরো আলু
  3. ২ টি ডিম সিদ্ধ
  4. ২টি বড়ো পেঁয়াজ কুচি
  5. ১টি মাঝারি টমেটো কুচি
  6. স্বাদ অনুযায়ীলবণ
  7. ১/২চা চামচ চিনি
  8. ১/২চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ২-৩টি তেজপাতা
  11. ৪ টেবিল চামচ তেল
  12. চিকেন ম্যারিনেট করার জন্য
  13. ২টেবিল চামচ ফেটানো টকদই
  14. ১/২টেবিল চামচ লবণ
  15. ২টেবিল চামচ তেল
  16. ১/২চা চামচ জিরে গুঁড়ো
  17. ১/২চা চামচ ধনে গুঁড়ো
  18. ১টেবিল চামচ আদা বাটা
  19. ১টেবিল চামচ রসুন বাটা
  20. ১/২চা চামচ লঙ্কা গুঁড়ো
  21. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  22. ডাকবাংলো স্পেশাল মশলার জন্য
  23. ১/২টেবিল চামচ জিরে
  24. ১/২টেবিল চামচ ধনে
  25. ১/২টেবিল চামচ মৌরি
  26. ২-৩টি এলাচ
  27. ২-৩টি লবঙ্গ
  28. ১টুকরো দারুচিনি
  29. ৭-৮টি গোল মরিচ
  30. ২-৩টি শুকনো লঙ্কা
  31. ২-৩টি কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৪৫-৫০ মিনিট
  1. 1

    চিকেন পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে ম্যারিনেট এর সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে ১ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

  2. 2

    ডাকবাংলো স্পেশাল মশলার জন্য প্রথমে কাঁচালঙ্কা ছাড়া বাকি সমস্ত মশলা শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে তারপর কাঁচালঙ্কা আর অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিন।এই মশলায় জায়ফল, জয়িত্রি ও ব্যবহার করতে পারেন।

  3. 3

    আলু গুলো অল্প হলুদ মাখিয়ে লালচে করে ভেজে তুলে রাখুন। ডিম গুলো ও হাল্কা ভেজে নিন।

  4. 4

    তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি টা সোনালী করে ভেজে লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো দিয়ে তারপর টোম্যাটো কুচি দিয়ে দিন।হাল্কা ভাজা ভাজা হয়ে আসলে ম্যারিনেট করা চিকেন টা দিয়ে ২মিনিট পর ডাকবাংলো স্পেশাল মশলার পেস্ট দিয়ে দিন।

  5. 5

    ৫মিনিট পর আলু গুলো দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে।সম্পূর্ণভাবে তেল ছেড়ে আসলে ডিম গুলো দিয়ে দিন।

  6. 6

    স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে পরিমাণ মত জল ঢেলে দিন।ঢাকা দিয়ে রান্না করুন যতক্ষণ না সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে।

  7. 7

    গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডাকবাংলো চিকেন কারী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes