সেজোইয়ান মুগ ডালের ডোসা (Schezwan Moog dal dosa recipe in Bengali

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#স্মলবাইটস

সেজোইয়ান মুগ ডালের ডোসা (Schezwan Moog dal dosa recipe in Bengali

#স্মলবাইটস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপমুগ ডাল
  2. ২-৩টেকাঁচা লঙ্কা
  3. ১ টুকরোআদা
  4. ১ চা চামচগোটা জিরে
  5. ১ চা চামচসেজোয়ান চাটনি
  6. প্রয়োজন অনুযায়ীবাটার / মাখন
  7. ১/২ চা চামচতেল
  8. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মুগ ডাল টা ভালো ভাবে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ২-৩ঘন্টা। তারপর জল ঝরিয়ে মিক্সিং জারে দিয়ে তাতে গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা,আর পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে।

  2. 2

    ঐ ব্যাটার টা একটা বাটিতে ঢেলে নিয়ে তাতে স্বাদ মতো নুন দিতে হবে। এবার ১৫-২০মিনিট ঢেকে রাখতে হবে।

  3. 3

    একটা ফ্রাই প্যান গরম করে তাতে অল্প তেল দিয়ে মুগ ডালের ব্যাটার টা হাতার সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। চারিদিকে একটু তেল দিয়ে দিতে হবে।১-২মিনিট পর উপরে বাটার বুলিয়ে দিতে হবে ভালো ভাবে।

  4. 4

    তারপর উপর থেকে সেজবান চাটনি ভালো ভাবে দিতে হবে। তারপর তুলে নিলেয় তৈরি সেজবান মুগ ডালের ডোসা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes