চিঁড়ের পোলাও (Chirer Pulao recipe in Bengali)

Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

#GA4
#week8
চিঁড়ের পোলাও একটি খুবই প্রচলিত ও স্বাস্থ্যকর রেসিপি। এর সাথে এটি সুস্বাদুও এবং ছোটদের পছন্দের একটি খাবার। চটজলদি তৈরী হয়ে যাওয়া এই রেসিপিটি কীভাবে বানাতে হবে দেখে নিন।

চিঁড়ের পোলাও (Chirer Pulao recipe in Bengali)

#GA4
#week8
চিঁড়ের পোলাও একটি খুবই প্রচলিত ও স্বাস্থ্যকর রেসিপি। এর সাথে এটি সুস্বাদুও এবং ছোটদের পছন্দের একটি খাবার। চটজলদি তৈরী হয়ে যাওয়া এই রেসিপিটি কীভাবে বানাতে হবে দেখে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জন
  1. ২০০ গ্রাম চিঁড়ে
  2. ২টি মাঝারি আলু
  3. ১ টেবিল চামচ বাদাম
  4. ৪টে কাঁচালঙ্কা (কুচি)
  5. ১টা শুকনো লঙ্কা
  6. ১ চিমটি কালোজিরে
  7. ৪ টেবিল চামচ রিফাইন্ড তেল
  8. ৪ চা চামচ ঘি
  9. ৪ চা চামচ ঘি
  10. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  12. স্বাদমতোনুন
  13. ২ টেবিল চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    চিঁড়েটা জলে ধুয়ে, জল থেকে তুলে থালায় ছড়িয়ে রাখতে হবে।

  2. 2

    আলু গুলো কুচি করে নিতে হবে। কড়াইয়ে প্রয়োজনমতো তেল দিয়ে বাদামগুলো ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    চিঁড়ের মধ্যে হলুদ ও নুন দিয়ে মেখে নিতে হবে।

  4. 4

    কড়াইয়ে বাকি তেলটা দিয়ে শুকনো লঙ্কা ও কালোজিরে ফোড়ন দিয়ে আলু কুচি দিয়ে দিতে হবে।

  5. 5

    কাঁচালঙ্কা কুচি দিয়ে আলু গুলো ভাজা করতে হবে।

  6. 6

    আলু গুলো ভাজা হয়ে গেলে চিঁড়েটা দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষন নাড়াচাড়া করে বাদাম গুলো দিতে হবে।

  7. 7

    শেষে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘি ছড়িয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

মন্তব্যগুলি

Similar Recipes