দোসা (dosa recipe in Bengali)

Tamanna Das
Tamanna Das @tamannafoodtop

#স্মলবাইটস
আমি "দোসা" র রেসিপি শেয়ার করলাম।।

দোসা (dosa recipe in Bengali)

#স্মলবাইটস
আমি "দোসা" র রেসিপি শেয়ার করলাম।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিনিট
২-৩জন
  1. ২ কাপ আতপ চাল
  2. ১কাপবিউলির ডাল ১
  3. ১চা চামচ তেল
  4. ১/২ চা চামচকালো সর্ষে
  5. পরিমাণ মতকারি পাতা
  6. ১/২ চা চামচআদা
  7. ২ টোকাঁচা লঙ্কা কুচি
  8. ১টা মাঝারিপেঁয়াজ কুচি
  9. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  10. ২-৩টে সেদ্ধ আলু
  11. ১চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  12. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিনিট
  1. 1

    প্রথমে চাল ও ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেশি করে জল দিয়ে তাকে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।।

  2. 2

    এবার মিক্সিতে চাল ডাল আর সামান্য নুন দিয়ে ভালো করে বেটে একটা মিশ্রন তৈরী করে সেটাকে সারারাত অথবা সাত থেকে আট ঘণ্টা রেখে দিতে হবে ফারমেন্টেশন এর জন্য।।

  3. 3

    এবার একটা কড়াইয়ে অল্প তেল গরম করে তাতে কালো সরষে ও কারি পাতা হালকা করে ভেজে তারমধ্যে পেঁয়াজ কুচি আদা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে কাঁচা লঙ্কা কুচি ও সিদ্ধ আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার একে একে পরিমাণমতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারো ও মিশিয়ে নিতে হবে।।

  4. 4

    এবার একটা তাওয়া ভালো করে গরম করে তাতে অল্প তেল দিয়ে তাওয়ার গায়ে ভালো করে লাগিয়ে তার মধ্যে আগে থাকতে তৈরি করে রাখা দোসার ব্যাটার পরিমাণমতো দিয়ে তাওয়ায় ভালো করে ২-৩ মিনিট ধরে সেকে তার মধ্যে আলুর পুর দিয়ে গরম গরম তৈরি করলেই হয়ে যাবে দোসা।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tamanna Das
Tamanna Das @tamannafoodtop

Similar Recipes