ছানা স্টাফড /ছানা পুরি কাশ্মীরী আলুর দই(chana stuffed puri kashmiri aloor dum recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#নিরামিষ
পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি এই ছানাপুরি বা ছানা স্টাফড কাশ্মীরি আলুর দম করেছি। এটি লুচি পরোটা ,পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগে।

ছানা স্টাফড /ছানা পুরি কাশ্মীরী আলুর দই(chana stuffed puri kashmiri aloor dum recipe in Bengali)

#নিরামিষ
পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি এই ছানাপুরি বা ছানা স্টাফড কাশ্মীরি আলুর দম করেছি। এটি লুচি পরোটা ,পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪জন
  1. ছানার পুর তৈরীর উপকরন
  2. ৬০০ গ্রাম চন্দ্রমুখি আলুর ভিতরের কোড়ানো অংশ
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১০০ গ্ৰাম জল ঝরানো ছানা
  5. ১ছোট বাটি নারকেল কোরা
  6. ৪-৫ টা কাঁচা লঙ্কা কুচি
  7. ৭-৮টা কাজুবাদাম কুচি
  8. ২ চা চামচ কিসমিস কুচি
  9. ১ চা চামচ চিনি
  10. স্বাদ মতলবণ
  11. পরিমাণ মত সাদা তেল
  12. ৬০০ গ্রাম আলুর দমের উপকরণ চন্দ্রমুখি আলু
  13. ১.৫ চা চামচ আদা বাটা
  14. ৪ চা চামচ পোস্ত
  15. ১০-১২ টি গোটা কাজু
  16. ৩ চা চামচ কিসমিস
  17. ৩ চা চামচ চারমগজ
  18. ৪ চা চামচ টক দই
  19. ২ চা চামচ ধনে গুঁড়ো
  20. ১.৫ চা চামচ জিরা গুঁড়ো
  21. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  22. ৪-৫ টা কাঁচা লঙ্কা
  23. স্বাদমতোলবণ
  24. পরিমাণ মত সাদা তেল
  25. ১ চা চামচ কসুরি মেথি
  26. ১টা তেজপাতা
  27. ১ টা গোটা শুকনো লঙ্কা
  28. ৪+৪+৪ টে এলাচ,দারচিনি ও লবঙ্গ

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    #আলুর দমের পুর__আলুর মাঝখানের কোড়ানো অংশটা সাদা তেলে হলুদ ও লবণ দিয়ে৫-৬ মিনিট হাই ফ্লেমে ভাল করে ভেজে নিতে হবে।

  2. 2

    এরপর ওর মধ্যে কাজু কিসমিস কুচি, কাঁচা লঙ্কা কুচি,ছানা, নারকেল কোরা ও চিনি দিয়ে ভাল করে মিশিয়ে ৪-৫ মিনিট মিডিয়াম আচে অনবরত নেড়ে শুকনো পুর তৈরি করতে হবে।

  3. 3

    #আলুর দমের রেসিপি _আলু খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে দুটুকরো করে কেটে খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে।

  4. 4

    এরপর মাঝের অংশটা পিলারের সাহায্যে সাবধানে তুলে নিতে হবে_যেন আলুর গা ফেটে না যায়।

  5. 5

    এবার সাদা তেল ভালো গরম হলে নুন ও হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে।

  6. 6

    এবার পুর ঠান্ডা হলে আলুর ভেতরে স্টাফিং করে রাখতে হবে।

  7. 7

    এরপর সাদা তেলে শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা গরম মসলা দিয়ে ১০-১২ সেকেন্ড নাড়াচাড়া করে আগে থেকে ভিজিয়ে রাখা আদার সাথে লঙ্কা, জিরা ও ধনে দিয়ে মিডিয়াম আচে ৫-৬ মিনিট কষাতে হবে।

  8. 8

    যখন তেল ছেড়ে আসবে তখন কাজু পোস্তের পেস্ট দিয়ে আরও ৫-৬ মিনিট কষিয়ে নিয়ে টকদই দিতে হবে।

  9. 9

    টক দই দেওয়ার পরে আরো ২ মিনিট নেড়ে চেড়ে ২.৫ কাপ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে। এইসময় লবণ ও চিনি দিতে হবে।

  10. 10

    ২ মিনিট ফোটার পর পুর ভরা আলুর টুকরোগুলো ওর মধ্যে দিয়ে ৭-৮ মিনিট হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। যখন গ্রেভি ঘন হয়ে আসবে তখন রোস্টেড কাসুরি মেথি ও ফ্রেশ ক্রিম দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ছানা পুরি বা ছানা স্টাফড কাশ্মীরি আলুর দম।

  11. 11

    এরপর সার্ভিসিং বোলে ফ্রেশ ক্রিম ছড়িয়ে পোলাও _ফ্রাইড রাইস বা লুচি_ পরোটার সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes