এগ্ চিকেন রোল(Egg chiken roll racipe in bengali)

Keka Dey
Keka Dey @cook_24217819

এগ্ চিকেন রোল(Egg chiken roll racipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩জন
  1. ১কাপ ময়দা
  2. টুকরো১৫০গ্রাম চিকেন
  3. ১/২ চামচ আদাবাটা
  4. ১/২চামচ জিরে গুঁড়ো
  5. ১/২ চামচ হলুদগুঁড়া
  6. ১/২চামচ ধনে গুঁড়ো
  7. ১টি বড় পেঁয়াজ
  8. ১চামচ রসুনবাটা
  9. নুন আন্দাজমতো
  10. তেল পরিমানমতো
  11. ১টি শশা
  12. ১টি গাজর
  13. ১টি পেঁয়াজ
  14. গোলমরিচ গুড়ো
  15. টমেটো সস্

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    ময়দাতে একচামচ তেল ও নুন দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা

  2. 2

    কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুনবাটা সমস্ত মশলা দিয়ে চিকেন টুকরো দিয়ে জল না দিয়ে কসিয়ে রান্না করে নিতে হবে।

  3. 3

    এবার ময়দা থেকে লেচি কেটে বেলে নিয়ে সেঁকে নিতে হবে।

  4. 4

    সমস্ত রুটি সেঁকে ডিম দিয়ে ভেজে রাখতে হবে।

  5. 5

    এবার একটি করে রুটি নিয়ে চিকেনের পুর দিয়ে উপর থেকে শশাকুচি গাজর ওপেঁয়াজকুচি টমেটো সস্ দিয়ে রোল করে নিতে হবে।

  6. 6

    সুন্দর করে সাজিয়ে পরিবেসন করতে হবে।

  7. 7

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keka Dey
Keka Dey @cook_24217819

Similar Recipes