চিকেন ক্যাবেজ রোল (Chicken cabbage roll recipe in Bengali)

Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh

চিকেন ক্যাবেজ রোল (Chicken cabbage roll recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
5 জনের জন্য
  1. 1 টিমাঝারি সাইজের বাঁধা কপি
  2. 2 টিবড় সাইজের আলু
  3. 100 গ্রামচিকেন
  4. 1/4 কাপআদাবাটা +রসুনবাটা
  5. 1 চা চামচগোল মরিচের গুঁড়ো
  6. স্বাদ মতোলবণ
  7. 1 কাপবেসন
  8. 2 চা চামচসুজি
  9. 2 চা চামচচালের গুঁড়া
  10. 1 চা চামচমরিচের গুঁড়ো
  11. 1/2 চা চামচহলুদের গুড়ো
  12. 1/4 চা চামচবেকিং সোডা
  13. স্বাদ মতো চীজ
  14. 1/2 কাপগাজর কুঁচি
  15. পরিমান মত ধনেপাতা কুচি
  16. পরিমাণ মতোপিঁয়াজকলি কুচি
  17. 2 চা চামচচাটমশলা
  18. পরিমান মতোভাজার জন্য তেল
  19. 2 1/4 কাপপানি

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে বাঁধাকপির পাতা খুলে ধুয়ে নিব, তারপর পাতাগুলি লবণ দিয়ে স্টিম করে নিব 1 মিনিট। একটি ঝাঁঝরিতে ছেঁকে রাখবো।

  2. 2

    2টি আলু সিদ্ধ করে মেস করে নিব, এখন চিকেন টা আদাবাটা ও রসুনবাটা লবণ গোল মরিচের গুঁড়ো দিয়েএমন ভাবে সিদ্ধ করবো যাতে পানি টা সুকিয়ে যায়।

  3. 3

    এখন চিকেন টা কে কাটা চামচের সাহায্যে ঝুরি করে নিব, তারপর মেস করা আলু, গাজর, ধনিয়াপাতা কুচি, গ্রেটকরা চিজ,লবণ দিয়ে ভালো ভাবে মেখে পুর তৈরি করে নিব।

  4. 4

    এখন 1 কাপ বেসনের সাথে সুজি, চাউলেরগুঁড়া, মরিচের গুঁড়ো, হলুদের গুড়ো,লবণ বেকিংসোডা, মিশিয়ে পৌনে 2 কাপ পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব।

  5. 5

    এখন বাঁধাকপির পাতার ভিতর পুর ভরে রোল গুলি গড়ে নিব, সবগুলি রোল বানিয়ে নিব।

  6. 6

    তারপর চুলায় একটি পেন বসিয়ে পরিমান মতো তেল দিব, ডুবো তেল হতে হবে তেল টা গরম হলে রোলগুলি বেসনের বেটারে চুবিয়ে ডুবো তেলে মচমচে করে ভেজে তুলে নিব।

  7. 7

    তারপর একটি সার্ভিং ডিশে নিয়ে সাজিয়ে টমেটো কেচাপের সাথে গরম গরম পরিবেশন করবো, শীতের বিকেল টা জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh
My passion is cooking 🍕🍴
আরও পড়ুন

Similar Recipes