চিকেন কষা(Chicken kosa recipe in bengali)

Nandini Mukherjee Ghosh
Nandini Mukherjee Ghosh @Nandini_94

#GA4
#week15
এই সপ্তাহে আমি চিকেন বেছে নিয়েছি।

চিকেন কষা(Chicken kosa recipe in bengali)

#GA4
#week15
এই সপ্তাহে আমি চিকেন বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৬০০গ্রাম চিকেন
  2. 2 চামচআদা +রসুন বাটা
  3. ২টো পেঁয়াজ কুচি
  4. ১টা পেঁয়াজ বাটা
  5. ১/২ ক্যাপ্সিকাম কুচি
  6. ১টা টমেটো কুচি
  7. স্বাদমতোনুন
  8. 1/2 চা চামচচিনি
  9. পরিমাণ মতো গোটা গরম মশলা
  10. ১ চামচ ভিনিগার
  11. ১ চামচ হলুদ গুঁড়ো
  12. ১চামচ লঙ্কা গুঁড়ো
  13. ১ চামচ জিরের + ধনের গুঁড়ো
  14. 1/2 চামচগরমমশলা গুঁড়ো
  15. পরিমানমতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন ভালো ভাবে ধুয়ে নুন,হলুদ,আদা+রসুন বাটা,লংকার গুড়ো,ভিনিগার সব মিশিয়ে ১ঘন্টা ম্যারিনেট করে রাখব।

  2. 2

    কড়াইতে তেল গরম করে হাফ চামচ চিনি দেব। এতে ভালো রং আসবে।এবার তেজপাতা,শুকনো লংকা, এলাচ,দারচিনি ফোরন দিয়ে পেয়াজকুচি, ক্যাপ্সিকাম কুচি টা ছেড়ে দেব।

  3. 3

    হালকা ভাজা হলে পেয়াজ বাটা দেব। ভাজা হলে ম্যারিনেট করা চিকেনের পিস গুলো দিয়ে দেব। টমেটো কুচি দেব।সব গুড়ো মশলা দিয়ে ভালো ভাবে কষাতে থাকব তেল ছাড়া অবধি।

  4. 4

    কষানো হয়ে গেলে আন্দাজমতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখব চিকেন পুরোপুরি সেদ্ধ হওয়া অবধি। নামাবার আগে গরমমশলা গুড়ো দিয়ে দেব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandini Mukherjee Ghosh

Similar Recipes