রঙীলী মিক্সচার (rongili mixture recipe in bengali)

Shampa Das
Shampa Das @cook_0205
Mumbai

#দোলের রেসিপি
দোলের দিন সন্ধ্যাবেলা চা বা কফির সঙ্গে এমন একটা মুখরোচক খাবার সবার খুব ভাল লাগবে

রঙীলী মিক্সচার (rongili mixture recipe in bengali)

#দোলের রেসিপি
দোলের দিন সন্ধ্যাবেলা চা বা কফির সঙ্গে এমন একটা মুখরোচক খাবার সবার খুব ভাল লাগবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
১০ জন
  1. ১/৪ কাপ + ১/৪ কাপ + ১/৪ কাপ + ১/৪ কাপ সাবুদানা
  2. ৪ টেবিল চামচ জল
  3. ১/৪ চা চামচ হলুদ ফুড কালার
  4. ১/৪ চা চামচ লাল ফুড কালার
  5. ১/৪ চা চামচ নীল ফুড কালার
  6. ১/৪ চা চামচ সবুজ ফুড কালার
  7. ১ কাপ মোটা চিড়ে
  8. ১/২ কাপ কাঁচা বাদাম
  9. ২০ - ২৫ টা কারি পাতা
  10. ১ চা চামচ চিলি ফ্লেক্স
  11. ১/২ চা চামচ সৈন্ধব লবণ
  12. ১/২ চা চামচ নুন
  13. ১ চা চামচ চাট মশলা
  14. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    প্রথমে চারটে বাটিতে ১ টেবিল চামচ করে জল দিয়ে চার রকম ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে ১/৪ কাপ করে সাবুদানা দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে ১ ঘন্টা

  2. 2

    ভেজানো সাবুদানা একটা প্লেটে ছড়িয়ে দিয়ে কড়াইতে জল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর প্লেটটা রেখে ৩০ সেকেন্ড রেখে নামিয়ে সারারাত ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে হবে

  3. 3

    কড়াইতে সাদা তেল দিয়ে একটা ছাঁকনিতে চিড়া ভেজে তুলে রাখতে হবে, তারপর বাদাম ভেজে তুলে নিতে হবে, এবার রঙিন সাবুদানা ভেজে তুলে নিতে হবে, কারীপাতা ভেজে তুলে রাখতে হবে ।

  4. 4

    একটা বড় বাটিতে সব ভাজা জিনিস নিয়ে চাট মশলা সৈন্ধব লবণ নুন ও চিলি ফ্লেকস্ দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা কারীপাতা দিয়ে মিশিয়ে নিতে হবে

  5. 5

    রঙিলী মিক্সচার এয়ার টাইট কনটেইনারে ভরে অনেকদিন পর্যন্ত খাওয়া যেতে পারে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shampa Das
Shampa Das @cook_0205
Mumbai

Similar Recipes