ভেজিটেবল চপ (vegetable chop recipe in Bengali)

priyanka nandi
priyanka nandi @cook_26145513
Chennai

#ভাজার রেসিপি
#megakitchen
সন্ধ্যাবেলা চা এর সাথে বা সন্ধ্যায় জল খাবার হিসাবে খাওয়া যেতেই পারে।বিশেষ করে যেদিন নিরামিষ খাওয়ার দিন।

ভেজিটেবল চপ (vegetable chop recipe in Bengali)

#ভাজার রেসিপি
#megakitchen
সন্ধ্যাবেলা চা এর সাথে বা সন্ধ্যায় জল খাবার হিসাবে খাওয়া যেতেই পারে।বিশেষ করে যেদিন নিরামিষ খাওয়ার দিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ২টোমাঝারি সাইজের আলু
  2. ২টোবিট
  3. ২টোগাজর
  4. প্রয়োজন মতো ভাজার জন্য সাদা তেল
  5. ১২ টাভাজা বাদাম
  6. ১৪ টানারকেল কুজি ভাজা
  7. ১ চা চামচ করে গোটা জিরে,মৌরি, ধনে
  8. ২ টো শুকনো লঙ্কা
  9. ১/২ চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  10. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  11. স্বাদ মতো নুন আর চিনি
  12. ১ টেবিল চামচআদাবাটা
  13. ১ টেবিল চামচধনেপাতা কুচি
  14. স্বাদ মতোনুন আর চিনি
  15. প্রয়োজন মতবিট নুন
  16. ৪ টেবিল চামচবিস্কুটের গুঁড়ো
  17. ২ টেবিল চামচকর্ণফ্লাওয়ার
  18. প্রয়োজন মতোজল
  19. ১টেবিল চামচগরম মশলা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে আলু,গাজর, বিট প্রেসারকুকারে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    গোটা জিরে,ধনে,শুকনো লঙ্কা, মৌরি,এলাচ শুকনো করাই তে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে।

  3. 3

    এবারে সেদ্ধ আলু, গাজর, বিট ভালো করে মেখে ওতে আদা বাটা,স্বাদ মতো নুন,চিনি,লঙ্কা, গরম মশলা, ভাজামশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ওতে ধনে পাতা কুচি, ভাজা বাদাম,নারকেল টুকরো দিয়া আরো ভালো করে মেখে নেব।

  4. 4

    এইবার মিশ্রণ টিকে করাই অল্প করে তেল দিয়ে নেড়ে নেবো।

  5. 5

    একটা পাত্রে ২চামচ কর্নফ্লাওয়ার আর প্রয়োজনমতো চামচ জল দিয়ে ভালো করে গুলে রাখবো।খেয়াল রাখতে হবে খুব পাতলা জানো না হয়।

  6. 6

    মিশ্রণ টি ঠান্ডা হয়ে গেলে যেমন খুশি তেমন আকার দিয়া কর্নফ্লাওয়ার ডুবিয়া বিস্কুট এর গুঁড়ো ভালো করে মাখিয়ে সাদা তেলে ভেজে নেব।

  7. 7

    এবারে চপ গুলোর ওপরে বিটনুন ছড়িয়ে সস দিয়ে স্যালাড সাথে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
priyanka nandi
priyanka nandi @cook_26145513
Chennai

Similar Recipes