মুড়ি ঘণ্ট(muri ghonto recipe in Bengali)

Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj

#KastureesKitchen
#চালের রেসিপি
মুড়িঘন্ট একটা ট্রেডিশনাল রেসিপি।

মুড়ি ঘণ্ট(muri ghonto recipe in Bengali)

#KastureesKitchen
#চালের রেসিপি
মুড়িঘন্ট একটা ট্রেডিশনাল রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
২জন
  1. ১টাকাতলমাছের মুড়ো
  2. ১টা বড় পেঁয়াজ কুঁচি
  3. ১/২ চা চামচ আদা থেঁতো করা
  4. ১/২ রসুন থেঁতো করা
  5. পরিমাণ মতগোটা গরম মশলা
  6. ২টো তেজপাতা
  7. ২টো শুকনো লঙ্কা
  8. ১ চা চামচ গোটা জিরে
  9. স্বাদ মতলবণ
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১/২ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুড়ো
  12. ১কাপ গোবিন্দভোগ চাল
  13. প্রয়োজন অনুযায়ীঘি
  14. প্রয়োজন অনুযায়ীগরম মশলার গুঁড়ো
  15. পরিমাণ মতসাদা তেল
  16. ১/২ চা চামচ জিরা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    প্রথমে গোবিন্দভোগ চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে ৩০মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর মাছটা ভালো করে ধুয়ে লবণ,হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে ১৫মিনিট।

  3. 3

    এবার ১৫মিনিট পরে কড়াইয়ে সাদাতেল দিয়ে তেল গরম হলে মাছটা দিয়ে কড়া করে ভেজে নিতে হবে। (কড়া করে না ভাজলে মাছের আসটে গন্ধ হবে।)

  4. 4

    এরপর তেলে আলু টুকরো গুলো দিয়ে ভালো করে ভেজে তুলে রাখতে হবে।

  5. 5

    এবার তেলে গোটা জিরে ফোরন দিয়ে তাতে গোটা গরমমশলা,তেজপাতা,শুকনো লঙ্কা,পেঁয়াজ কুঁচি,আাদা,রসুনবাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  6. 6

    এরপর জিরের গুড়ো,লবণ,হলুদ,কাশ্মীরী লঙ্কার গুড়ো, আলু, চাল আর মাছটা দিয়ে ২কাপ জল দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে নিতে হবে মিনিটের জন্য। (মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে।)

  7. 7

    ৫ মিনিট পরে চালটা টিপে দেখতে হবে সেদ্ধ হলো কিনা সেদ্ধ হলে ঘি আর গরমমশলাটা দিয়ে গ্যাস বন্ধ করে ৫মিনিট ঢেকে রেখে দিতে হবে।(এই সময় লবণ প্রয়োজন হলে দেওয়া যেতে পারে।)

  8. 8

    ৫মিনিট পরে পরিবেশনের জন্য তৈরি "মুড়িঘণ্ট"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj
রান্না করতে ভালোবাসি💖 আর নতুন নতুন রান্না করে খাওয়াতের খুব ভালোবাসি 😊.
আরও পড়ুন

Similar Recipes