ইলিশ মুড়ি ঘণ্ট(illish muri ghonto recipe in Bengali)

Rinita Pal
Rinita Pal @cook_21820563

#প্রিয়জন স্পেশাল রেসিপি
মুড়ি ঘণ্ট সবার খুব পছন্দের। সেটা যদি ইলিশ দিয়ে হয় তো কথাই নেই। আমাদের সাবার ইলিশ মুড়ি ঘণ্ট খুব পছন্দের খাবার। বিশেষ করে আমার স্বামির। বেগুন ইলিশের ঝোল দিয়ে খেতে আমার স্বামি খুব পছন্দ করে।

ইলিশ মুড়ি ঘণ্ট(illish muri ghonto recipe in Bengali)

#প্রিয়জন স্পেশাল রেসিপি
মুড়ি ঘণ্ট সবার খুব পছন্দের। সেটা যদি ইলিশ দিয়ে হয় তো কথাই নেই। আমাদের সাবার ইলিশ মুড়ি ঘণ্ট খুব পছন্দের খাবার। বিশেষ করে আমার স্বামির। বেগুন ইলিশের ঝোল দিয়ে খেতে আমার স্বামি খুব পছন্দ করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৪০ মিনিট
  1. ১ টিইলিশের মাথা
  2. ১ টিলেজ
  3. ১ কাপগোবিন্দ ভোগ চাল
  4. ৫ টেবিল চামচ/ প্রয়োজন মতসরষের তেল
  5. ৬ টেবিল চামচ / প্রয়োজন মতঘি
  6. ১ টাতেজপাতা
  7. ৫ টা,এলাচ থেঁতো
  8. ৫ টালবঙ্গ
  9. ২ টাদারচিনি
  10. ১ চা চামচজিরা
  11. ১/২ কাপপেঁয়াজ কুচো
  12. ৩ চা চামচআদা থেঁতো
  13. ১.৫ চা চামচহলুদ গুঁড়ো
  14. ১/২ চা চামচ / স্বাদ মতলাল লঙ্কা গুঁড়ো
  15. ১ চা চামচজিরা গুঁড়ো
  16. ১ চা চামচধনে গুঁড়ো
  17. ১ চা চামচ / স্বাদ মতনুন
  18. ৩ কাপ জলজল
  19. ১/৪ চা চামচ / স্বাদ মতচিনি
  20. ২ টো / স্বাদ ্মতকাঁচা লঙ্কা মাঝে চেরা
  21. ১/২ চা চামচ / স্বাদ মতলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

৩০-৪০ মিনিট
  1. 1

    গবিন্দ ভোগ চাল ৪ কাপ জলে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন।

  2. 2

    তারপর একটা বড় ছাকনি দিয়ে জল ঝরিয়ে নিন।

  3. 3

    ছাকনিতেই ১০-১৫ মিনিট জল শুকোতে রেখে দিন।

  4. 4

    এর মধ্যে, ইলিশের মাথা আর লেজ নুন (১/২ চা চামচ) আর হলুদ গুড়ো (১/২ চা চামচ) মাখিয়ে সরশের তেলে মিডিয়াম- হাই হিটে ভাজা ভাজা করে ভেজে নিন। খুন্তি দিয়ে মাথা আর লেজ ভেঙ্গে দিন।

  5. 5

    আলাদা একটা কড়াইতে ঘী গরম করতে দিন।

  6. 6

    গরম ঘিতে তেজপাতা, এলাচ থেত, লবঙ্গ, দারচিনি আর জিরা মিডিয়াম হিটে ১ মিনিট ভেজে নিন।

  7. 7

    তারপর পেঁয়াজ কুচো মিডিয়াম- হাই হিটে ৩ মিনিট ভেজে নিন।

  8. 8

    এবার আদা থেঁত ১ মিনিট ভেজে নিন।

  9. 9

    এবার হলুদ গুড়ো (১ চা চামচ), লাল লাঙ্কা গুড়ো, জিরা গুড়ো, ধনে গুড়ো দিয়ে দিন। মিডিয়াম- হাই হিটে ২ মিনিট ভেজে নিন।

  10. 10

    এবার চালটা কড়াইতে দিয়ে দিন।

  11. 11

    নুন (১/২ চা চামচ) দিয়ে দিন।

  12. 12

    সব কিছু মিশিয়ে চালটা মিডিয়াম- হাই হিটে ৩-৫ মিনিট ভেজে ভাজা ভাজা করে নিন।

  13. 13

    ভাজা মাছ, আর জল দিয়ে দিন। ভাল করে মিশিয়ে ১৫ মিনিট মিডিয়াম- হাই হিটে ঢাকা ছাড়া রান্না করুন । অনবরত নাড়াতে হবে। ১৫ মিনিট পর গাস বন্ধ করে দিন।

  14. 14

    কাঁচা লঙ্কা, লেবুর রস আর চিনি মিশিয়ে ৫-১০ মিনিট ঘণ্টটা খুলে রাখুন যাতে সুকিয়ে যায়। এর মধে অনবরত খুন্তি দিয়ে নিচের চাল উপরে তুলে দিতে হবে যাতে ঘণ্টটা শুকিয়ে যায়।

  15. 15

    কাঁচা লাঙ্কা দিয়ে সাজিয়ে ইলিশ বেগুনের ঝোলের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rinita Pal
Rinita Pal @cook_21820563

Similar Recipes