স্ট্রীট ফুড স্টাইল পেঁয়াজ পানিপুরি (peyaj panipuri recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#Streetology
বিকেল হলেই রাস্তার মোড়ে মোড়ে পানিপুরির স্টল দেখলে মন কে বশ মানানো দায় হয়ে যেত। এখন আবার পিয়াজ দিয়ে পানি পুরি খাওয়ার চল শুরু হয়েছে। খেতে খুব ভালোই লাগে এটা _তাই আমিও আজকে পিয়াজ দিয়ে পানিপুরি বানালাম

স্ট্রীট ফুড স্টাইল পেঁয়াজ পানিপুরি (peyaj panipuri recipe in Bengali)

#Streetology
বিকেল হলেই রাস্তার মোড়ে মোড়ে পানিপুরির স্টল দেখলে মন কে বশ মানানো দায় হয়ে যেত। এখন আবার পিয়াজ দিয়ে পানি পুরি খাওয়ার চল শুরু হয়েছে। খেতে খুব ভালোই লাগে এটা _তাই আমিও আজকে পিয়াজ দিয়ে পানিপুরি বানালাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২জন
  1. ১.৫ কাপ ময়দা
  2. ৫-৬ চা চামচ সুজি
  3. ২ চিমটি বেকিং সোডা
  4. স্বাদ মত লবণ
  5. পরিমাণ মত সাদা তেল
  6. ১ বাটি তেঁতুল গোলা জল
  7. ১.৫ চা চামচ ধনে ও শুকনো লঙ্কা গুঁড়ো
  8. স্বাদ মত বিট লবণ
  9. ১টা ছোট পেঁয়াজ কুচি
  10. ২টো মাঝারি সেদ্ধ আলু
  11. ৩-৪টে কাঁচা লঙ্কা কুচি
  12. ২ চা চামচ রোস্টেড ভাঙ্গা চীনাবাদাম
  13. ২ চা চামচ ধনেপাতা কুচি
  14. ১/২ চা চামচ গন্ধরাজ লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    ময়দা_ সুজি, বেকিং সোডা ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে উষ্ণ জলে মেখে ২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে

  2. 2

    এবার সেদ্ধ করা আলুর সাথে পিয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রোস্টেড ভাজা মশলা, চিনাবাদাম,বিট লবণ ও ২ ফোটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখতে হবে।

  3. 3

    ২০ মিনিট পর মেখে রাখা ময়দা রুটির মতো বেলে গোল ছোট ছিপির সাহায্যে গোল করে কেটে সাদা তেলে ফুচকা গুলো ভেজে নিতে হবে।

  4. 4

    তেঁতুল গোলা জলের মধ্যে বিট লবণ, ধনেপাতা কুচি,গন্ধরাজ লেবুর রস আর ভাজা মসলা দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে।

  5. 5

    এবার ফুচকার মাঝখানে একটু ভেঙ্গে ওর মধ্যে আলু সেদ্ধর পুর ভরে টক জলে ডুবিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes