ঘুগনি রুটি (ghugni ruti recipe in bengali)

Sarmistha Paul
Sarmistha Paul @cook_23430540

ঘুগনি রুটি (ghugni ruti recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ২৫০ গ্রাম মটর
  2. ২ টি আলু ছোট ছোট করে কাটা
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১চা চামচ রসুন বাটা
  5. ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  6. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ২ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. স্বাদমতোনুন
  10. ৪-৫ টেবিল চামচ সর্ষেরতেল
  11. ২-৩ টি কাঁচালঙ্কা কুচি
  12. ১ টা পেঁয়াজ কুচি
  13. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  14. ১ টি পাতিলেবু

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মটর গুলি ধুয়ে ১-২ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে তার পর জল সমেত মটর গুলি পেসারকুকারে দিয়ে ১/২ চা চামচ নুন দিয়ে ২-৩ টি সিটি দিয়ে কুকারের ঢাকনা খুলে রাখতে হবে

  2. 2

    এবার গ্যাসে একটি করাই বসিয়ে তাতে তেল দিয়ে তেল গরম কেটে রাখা আলু গুলো দিয়ে সাথে পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে হাল্কা করে ভেজে তুলে নিতে হবে

  3. 3

    এবার ওই তেলেই সব মসলা গুলো দিয়ে সাথে অল্প পরিমাণ জল ও নুন দিয়ে মসলা ভালো ভাবে কষাতে হবে মসলা কষে তেল ছাড়লে মটর ও ভেজে রাখা আলু গুলো দিয়ে ভালো ভাবে নারা চারা করে পরিমাণ মতো জল দিয়ে গ্যাস আচ্ বাড়িয়ে ভালো করে ফুটাতে হবে

  4. 4

    কিছু ক্ষন ফোটার পর ঝোল একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিলেই তৈরি ঘুগনি
    এবার বাটিতে নামিয়ে/বেরে নিয়ে উপর দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি ও লেবুর রস দিয়ে পরিবেশন করুন সাথে পাওয়া রুটি হাল্কা সেকে নিতে পারেন এটি খেতে অত্যন্ত টেস্টি হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarmistha Paul
Sarmistha Paul @cook_23430540

মন্তব্যগুলি

Similar Recipes