চটপটা ঘুগনি (Chatpata ghugni recipe in bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

#GB1
#Week1
Best of 2021 রেসিপি চ্যালেঞ্জ এর আমি বানালাম চটপটা স্বাদের ঘুগনি।স্কুল, কলেজ, অফিস ক্যান্টিন ও রাস্তার ধারে এই ধরনের চটপটা স্বাদের ঘুগনি খুবই বিখ্যাত। এই ঘুগনি রুটি, পরোটা,পাউরুটি সাথে, কিংবা শুধু শুধু খেতে খুব ভাল লাগে।

চটপটা ঘুগনি (Chatpata ghugni recipe in bengali)

#GB1
#Week1
Best of 2021 রেসিপি চ্যালেঞ্জ এর আমি বানালাম চটপটা স্বাদের ঘুগনি।স্কুল, কলেজ, অফিস ক্যান্টিন ও রাস্তার ধারে এই ধরনের চটপটা স্বাদের ঘুগনি খুবই বিখ্যাত। এই ঘুগনি রুটি, পরোটা,পাউরুটি সাথে, কিংবা শুধু শুধু খেতে খুব ভাল লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-35 মিনিট
2-3 জন
  1. 250 গ্রামসাদা মটর
  2. 1 টা বড় আলু ছোট কিউব করে কাটা
  3. ফোঁড়নের জন্য লাগবে:-
  4. 1/2 চা চামচগোটা জিরে
  5. 2 টোশুকনো লঙ্কা
  6. 1 টাতেজপাতা
  7. 1.5 পেঁয়াজ কুচি
  8. 1.25টেবিল চামচ আদা-রসুন ও কাঁচা লঙ্কা বাটা
  9. 1 টাটমেটো কুচি
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. 1/2 চা চামচধনে গুঁড়ো
  12. 1 চা চামচজিরে গুঁড়ো
  13. 1/2 চা চামচকাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  14. স্বাদ মতনুন ও চিনি
  15. ভাজা মশলার জন্য লাগবে
  16. 2 টোশুকনো লঙ্কা
  17. 1 টাতেজপাতা
  18. 2-3 টেছোট এলাচ
  19. 1 টুকরোদারচিনি
  20. 1 চা চামচগোটা জিরে
  21. 1 চা চামচগোটা ধনে
  22. 1-2টেবিল চামচ তেঁতুলের জল
  23. 1-2টেবিল চামচ ধনেপাতা কুচি
  24. 2-3টেবিল চামচ সর্ষের তেল/প্রয়োজন মত

রান্নার নির্দেশ সমূহ

30-35 মিনিট
  1. 1

    প্রথমে মটর ভাল করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে।এবার জল ছেঁকে, প্রেসার কুকারে এই ভেজানো মটর, 2-3 কাপ জল, অল্প নুন ও সামান্য হলুদ দিয়ে ঢাকা দিয়ে 3-4 টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    ভাজা মশলার সব উপক‍রণ শুকনো কড়াই এ ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে।

  3. 3

    কড়াই এ সর্ষের তেল গরম করে,আলু হাল্কা করে ভেজে তুলে রাখতে হবে। এবার ঐ তেলে,গোটা জিরে,শুকনো লঙ্কা ও তেজপাতা ফোরণ দিতে হবে।এরপর পেঁয়াজ কুচি ও অল্প চিনি দিয়ে ভাল করে ভাজতে হবে।আদা-রসুন ও লঙ্কা বাটা দিয়ে কষতে হবে।টমেটো কুচি, হলুদ, লঙ্কা,ধনে,ও জিরে গুঁড়ো দিয়ে অল্প করে জল দিয়ে মশলা টা কষতে হবে।

  4. 4

    এবার ভাজা আলু ও সেদ্ধ মটর দিয়ে ভাল করে মশলার সঙ্গে কষতে হবে।
    তেল ছেড়ে এলে,আন্দাজ মত গরম জল,আন্দাজ মত নুন ও ভাজা মশলা দিয়ে 4-5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

  5. 5

    শেষে ঝোল ঘন হয়ে এলে,ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি ও তেঁতুলের জল দিয়ে ভাল করে মিশিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

Similar Recipes