ঘুগনি(Ghugni Recipe In Bengali)

Mita Modak
Mita Modak @mitaspassion

#FSR
চটজলদি স্নাক্স হিসাবে ঘুগনি খুব ই প্রচলিত এবং খেতেও চমৎকার হয়।

ঘুগনি(Ghugni Recipe In Bengali)

#FSR
চটজলদি স্নাক্স হিসাবে ঘুগনি খুব ই প্রচলিত এবং খেতেও চমৎকার হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জনের জন্য
  1. 200 গ্রামমটর
  2. 1 টা মাঝারিআলু (ছোটো ছোটো চৌকো করে কাটা)
  3. 2 টোটমেটো,2 ইঞ্চি আদা,4 টে কাঁচালঙ্কা একসাথে পেস্ট করা।
  4. পরিমাণ মতোনুন,হলুদ, চিনি
  5. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  6. 1 চা চামচজিরে গুঁড়া
  7. 1 চা চামচ ধনে গুঁড়ো
  8. 2টেবিল চামচ সরষের তেল
  9. 1/2 চা চামচ গরম মসলার গুঁড়া।
  10. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  11. ফোঁড়ন এর জন্য
  12. 1/2 চা চামচ জিরে
  13. 1 টা তেজপাতা,
  14. 1 টা শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    মটর 8 ঘণ্টা ভিজিয়ে রেখেছিলাম,এবার প্রেসার কুকারে মটর ও নুন, জল দিয়ে 2 টো সিটি দিয়ে নিয়েছি।কড়াই তে তেল গরম করে,জিরে,শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়েছি।তারপর কেটে রাখা আলু ভাজতে দিয়েছি,অল্প আঁচে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি।

  2. 2

    5 মিনিট পর ঢাকা খুলে ভাজা আলুর সাথে মশলা,হলুদ,জিরে গুঁড়া,ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,চিনি,নুন দিয়ে কষতে লাগলাম,তেল ছাড়তে শুরু করলে,সেদ্ধ মটর মিশিয়ে আরো 5 মিনিট কষে হাফ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম।

  3. 3

    ভালো করে ফুটে জল কোন এলে,গরম মশলা,ধনেপাতা কুচি ছড়িয়ে নিলেই ঘুগনি তৈরি।পেঁয়াজ কুচি, শসা কুচি,লেবুর রস ছড়িয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mita Modak
Mita Modak @mitaspassion
cooking and experiment with recipes are my Passion
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes