মটরের ঘুগনি (Motorer Ghugni recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#নিরামিষ
মটরের ঘুগনি বানালাম এই সপ্তাহের প্রতিযোগিতার থীম দেখে। এটি একটি মুখরোচক নোনতা ডিশ। ঘুগনি , লুচি আর গরম গরম চা বেশ জমে যায়।

মটরের ঘুগনি (Motorer Ghugni recipe in Bengali)

#নিরামিষ
মটরের ঘুগনি বানালাম এই সপ্তাহের প্রতিযোগিতার থীম দেখে। এটি একটি মুখরোচক নোনতা ডিশ। ঘুগনি , লুচি আর গরম গরম চা বেশ জমে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৮-২০ মিনিট
৪ জন
  1. 100 গ্রামশুকনো মটর দানা
  2. 2চা চামচআদা বাটা
  3. 1/4কাপবাদাম ভাজা
  4. 1/4 কাপআলু ছোটো টুকরো করে ভাজা (ঐচ্ছিক)
  5. 10গ্রামতেঁতুল
  6. 1/4কাপনারকেল কুচি
  7. 1/2চা চামচধনে গুঁড়ো
  8. 1/4চা চামচজিরে গুঁড়ো
  9. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  10. 1/2চা চামচলঙ্কা গুঁড়ো
  11. 1 টাএলাচ
  12. 3টেলবঙ্গ
  13. 1 ছোটো টুকরোদারুচিনি
  14. 2 টোতেজপাতা
  15. 1চা চামচগোটা জিরে
  16. 1 টেবিল চামচধনেপাতা কুচি
  17. 2-3 টেকাঁচা লঙ্কা চেরা
  18. 2চা চামচভাজা মশলা গুঁড়ো
  19. স্বাদমতোনুন
  20. পরিমাণ মতজল
  21. 1 টেবিল চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৮-২০ মিনিট
  1. 1

    শুকনো মটর দানা সারা রাত্রি বা ৫/৬ ঘন্টা পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। নুন, হলুদ গুঁড়ো ও তেজপাতা দিয়ে জল মিশিয়ে প্রেসার কুকারে ২ টি সিটি দিয়ে মটর সিদ্ধ করে নিতে হবে। একটি প্লেটে রান্নার সরঞ্জাম রেখে নিলে রান্না করতে সুবিধা হয়। সিদ্ধ মটর একটি ছাঁকনি তে ছেঁকে জল ঝরিয়ে নিয়েছি। মটর এর জল রেখে দিতে হবে। তেঁতুল জলে কম করে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    কড়া তে তেল গরম করে গোটা জিরে ও গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে ৩০ সেকেন্ড এর জন্য। এখন আঁচ কম করে প্রথমে ছেঁকে রাখা মটর গরম ফোড়ন এর তেলে ১ মিনিটের জন্য নেড়ে নিতে হবে যাতে মটরের কাঁচা গন্ধ চলে যায়। এখন ভাজা গুঁড়ো মসলা, তেঁতুলের ক্বাথ ছাড়া সব উপকরণ মটরের মধ্যে মিশিয়ে ২ মিনিটের জন্য নেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে আঁচ যেন মাঝারি থাকে। অল্প অল্প করে মটরের জল মিশিয়ে নিতে হবে আঁচ বাড়িয়ে। এভাবে ৫ মিনিটে সমস্ত মটরের জল মেশাতে মটর ঘন হয়ে যাবে।

  3. 3

    মটর ঢেকে ফুটতে দিতে হবে ৫/৭ মিনিটের জন্য । নিশ্চিত হতে হবে মটর সিদ্ধ হয়ে গেছে তখন তেঁতুলের ক্বাথ মটরে মিশিয়ে নিতে হবে। চড়া আঁচে ফুটিয়ে ঢেকে আঁচ মাঝারি করে গ্যাসে রাখতে হবে। ঢাকনা খুলে দেখা যাবে ঘুগনি তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। গ্যাস বন্ধ করে দিতে হবে। অপর থেকে ঘুগনি তে ভাজা মসলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে তাতে ঘুগনি র স্বাদ গন্ধ সব ই বেড়ে যাবে। কিছু নারকেল কুচি, ধনে পাতা ও কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে সুস্বাদু ঘুগনি। ঘুগনি তে লঙ্কার ভাগ একটু বেশী ব্যাবহার করা হয় সব সময়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes