কাঁচা আমের এগ অম্বল (Kancha amer egg ambol recipe in Bengali)

Pinki Chakraborty
Pinki Chakraborty @Pinkilovescookpad
বাঁকুড়া

#ম্যাঙ্গোম্যানিয়া
আজ আমি অল্প সময়ে কাচা আমের এক মাস্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ।আম আর ডিম দুটিই ইমিউনিটি বাড়াতে সাহায্য করে ।তাছাড়াও এই রেসিপির টেস্ট লাজাবাব ও এই রেসিপি রান্নার সময় খুব সুন্দর একটা স্মেল বের হয় জা চারিপাশ ম ম করে মনে হয় রান্না করতে করতে এখুনি খেয়ে ফেলি ।

কাঁচা আমের এগ অম্বল (Kancha amer egg ambol recipe in Bengali)

#ম্যাঙ্গোম্যানিয়া
আজ আমি অল্প সময়ে কাচা আমের এক মাস্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ।আম আর ডিম দুটিই ইমিউনিটি বাড়াতে সাহায্য করে ।তাছাড়াও এই রেসিপির টেস্ট লাজাবাব ও এই রেসিপি রান্নার সময় খুব সুন্দর একটা স্মেল বের হয় জা চারিপাশ ম ম করে মনে হয় রান্না করতে করতে এখুনি খেয়ে ফেলি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 জন
  1. 2 টিবড় সাইজের কাচা আম
  2. 3 টিসেদ্ধ ডিম
  3. স্বাদমতোনুন
  4. 2 চা চামচহলুদ
  5. 2 চা চামচচিনি
  6. 4 টাকাঁচা লঙ্কা
  7. 1 টাশুকনো লঙ্কা
  8. 1চিমটিপাঁচফোড়ন
  9. 1 চা চামচগোটা জিরে
  10. 1 চা চামচগোটা ধনে
  11. 1 চা চামচজোয়ান
  12. 1 চা চামচপোস্ত
  13. 1 চা চামচপাঁচ ফোড়ন
  14. 1 চা চামচকালো সর্ষে
  15. 1 চা চামচমৌরি
  16. 1 চা চামচসাদা সর্ষে
  17. পরিমাণ মতোসর্ষে তেল
  18. 1 টুকরোদারুচিনি
  19. পরিমাণ মতোজল
  20. 1 চা চামচটমেটো সস
  21. 1 চা চামচতেঁতুলের পাল্প

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে কাচা আম গুলির ছাল ছারিয়ে সরু করে ফালি করে ভালো করে পরিষ্কার করে কাচা লঙ্কা দিয়ে মিহি করে বেঁটে নিতে হবে

  2. 2

    এরপর শুকনো কড়াইতে পোস্ত,গোটা ধনে জিরে,জোয়ান,দারুচিনি,মৌরি,সাদা ও কালো সর্ষে,পাঁচ ফোড়ন,শুকনো লঙ্কা ভেজে মিক্সিতে মিহি করে গুড়ো করে নিতে হবে।এর নাম ভাজা গুড়ো

  3. 3

    এরপর সেদ্ধ ডিম গুলিতে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে লাল লাল করে ভেজে নিতে হবে

  4. 4

    এরপর ডিম গুলো অন্য পাত্রে তুলে রেখে কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে আমবাটা,নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ডিম গুলো দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে তেতুলের পাল্প ও টমেটো সস দিয়ে আবারো নাড়াচাড়া করে চিনি, জল ও কাচা লঙ্কা দিয়ে ফুটতে দিতে হবে

  5. 5
  6. 6

    এরপর জল কিছুটা মজে এলে ভাজা গুড়ো দিয়ে একটু ফুটিয়ে কাচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে তারপর ভাতের সঙ্গে পরিবেশন করুন কাচা আমের এগ অম্বল

  7. 7
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pinki Chakraborty
Pinki Chakraborty @Pinkilovescookpad
বাঁকুড়া
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রেসিপি বানাতে ও শিখতে খুব ভালো লাগে ।
আরও পড়ুন

Similar Recipes