কাঁচা আমের মিষ্টি আচার (kacha amer mishti achar recipe in bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

কাঁচা আমের মিষ্টি আচার (kacha amer mishti achar recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 8 টাবড় সাইজের কাঁচা আম
  2. 500 গ্রামআখের গুড়
  3. 1 মুঠোগোটা মৌরি
  4. স্বাদ মতনুন
  5. 1টেবিল চামচ গোটা জিরে
  6. 4-5 টাগোটা শুকনো লঙ্কা
  7. 1/2 চা চামচচুন
  8. প্রয়োজন মত জল
  9. 2টেবিল চামচ ভিনিগার
  10. 3টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  11. 1/2 চা চামচহলুদ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আম গুলি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তারপর একটা বোলে জল দিয়ে চুন গুলে আমের টুকরো গুলি ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট।

  2. 2

    তারপর আমের টুকরো গুলি চুন জল থেকে তুলে নিয়ে ভালো জল দিতে আবার ধুয়ে আমের টুকরো গুলি একটি থালা তে নিয়ে 7-8 ঘন্টা রুদে শুকাতে দিতে হবে।গ্যাস এ একটা পাত্র বসিয়ে গোটা জিরে,মৌরি ও শুকনো লঙ্কা একসাথে শুকনো খুলায় ভেজে গুড়ো করে রাখতে হবে।

  3. 3

    এবার গ্যাস এ একটা কড়াই বসিয়ে সামান্য জল ও গুড় দিয়ে দিতে হবে গুড় গলে গিয়ে ফুটতে শুরু করলে নুন,হলুদ,লঙ্কার গুঁড়ো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে আমের টুকরো গুলি দিয়ে ভালো করে মিক্স করে হতে দিতে হবে(মিডিয়াম আচে)।

  4. 4

    কিছুখন পর পর হালকা হাতে নেড়ে দিতে হবে তারপর আমের জল শুকিয়ে এলে অর্ধেক ভাজা মশলা ও ভিনিগার দিয়ে আরও কিছুখন নাড়াচাড়া করে আঠো আঠো হয়ে এলে নামিয়ে আর বাকি অর্ধেক ভাজা মশলা দিয়ে মিক্স করে নিতে হবে। ঠান্ডা হলে শুকনো কৌটাতে ভরে রাখতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes