ক্ষীর পটলের দোর্মা (Kheer Potoler dorma recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

#পটলমাস্টার

ক্ষীর পটলের দোর্মা (Kheer Potoler dorma recipe in Bengali)

#পটলমাস্টার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৬ টা পটল
  2. ১০০ গ্রাম ক্ষীর
  3. ২টো মাঝারি সাইজের পেঁয়াজ
  4. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  5. ২টো কাঁচা লঙ্কা কুচি
  6. ২টেবিল চামচ কাজুবাদাম
  7. ২টেবিল চামচ কিসমিস
  8. ১চা চামচ আদা বাটা
  9. ১/২ চা চামচ রসুন বাটা
  10. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  12. ১চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  14. ৪ টেবিল চামচ টকদই
  15. ২টো মাঝারি সাইজের টমেটো
  16. ১ মালা নারকেল কোরা (গরম জলে ভিজিয়ে দুধ বের করে নিতে হবে)
  17. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো
  18. ১টেবিল চামচ ঘী
  19. ১/২ চা চামচ গোটা জিরে
  20. ১টা তেজপাতা
  21. স্বাদ মতন লবণ
  22. ২টেবিল চামচ চিনি
  23. পরিমান মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পটলের গা ছেঁচে নিয়ে একদিকের মুখ কেটে নিয়ে ভেতরের বীজ ও শাঁস বের করে নিতে হবে। লবণ, হলুদ ও সামান্য চিনি মিশিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। কড়াইয়ে তেল গরম করে পটল দিয়ে ঢাকা দিয়ে নরম করে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    খোয়া ক্ষীর গ্রেট করে নিতে হবে।১টা পেঁয়াজ মিহি করে কেটে নিতে হবে। কাজুবাদাম ভেঙে নিতে হবে। এবার ২ টেবিল চামচ মতো গ্রেট করা ক্ষীর সরিয়ে রাখতে হবে। এরপর ক্ষীর,কাজু, কিশমিশ, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতন লবণ (লবণ খুব কম লাগে) ও ১টেবিল চামচ চিনি দিয়ে সব কিছু সামান্য জলের ছিঁটে দিয়ে মেখে নিতে হবে। পটলের ভেতরে এই পুর ভরে পটলের কাটা মুখ ভেজে সেটা নিয়ে মুখ বন্ধ করে দিতে হবে।

  3. 3

    গ্রেভী বানানোর সমস্ত উপকরণ একজায়গায় গুছিয়ে নিতে হবে।কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে ১ টা পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভাজতে হবে। এরপর আদা ও রসুন বাটা দিয়ে ভেজে ওর মধ্যে জলে গুলে রাখা জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে কষাতে হবে। এবার একে একে টমেটো বাটা ও টকদই, চিনি ও স্বাদ মতন লবণ দিয়ে কষাতে হবে।

  4. 4

    মশলা থেকে তেল ছাড়লে ওর মধ্যে নারকেল দুধ দিয়ে ফুটিয়ে এরপর পটল,ঘি, গরম মসলা ও ২ টেবিল চামচ গ্রেট করা ক্ষীর দিয়ে বেশ মাখা মাখা করে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sampa Nath

Similar Recipes