পটল ভাপা (Potol vapa recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#পটলমাস্টার

পটল ভাপা (Potol vapa recipe in Bengali)

#পটলমাস্টার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩-৪ জন
  1. ২৫০ গ্রাম পটল
  2. ১ টেবিল চামচ কালো সরষে
  3. ১ টেবিল চামচ পোস্ত
  4. ৩ টে কাঁচা লংকা
  5. ১/২ চা চামচ লংকা গুঁড়ো
  6. ১/২ চা চামচ চিনি
  7. পরিমাণ মতো সরষের তেল
  8. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে পটল গুলো অল্প অল্প খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিতে হবে আর তারপর একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    তারপর কড়াইতে তেল গরম করে হালকা ভেজে তুলে রাখতে হবে। পোস্ত, সরষে আর কাঁচা লংকা বেটে নিতে হবে।

  3. 3

    তারপর একটা টিফিন বক্সে সরষে পোস্তর পেষ্টটা ঢেলে দিতে হবে আর তাতে একটু হলুদ, লংকার গুড়ো, চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর তাতে ভেজে রাখা পটল গুলো দিয়ে ওপরে ২ টেবিল চামচ সরষে তেল আর ২ টো কাঁচা লংকা দিয়ে ভালোভাবে মিশিয়ে টিফিন বক্স টা লাগিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর একটা কড়াইতে ২ কাপ জল গরম বসিয়ে তাতে টিফিন বাক্সটা বসিয়ে আচঁটা কমিয়ে ১৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে।

  6. 6

    তারপর গেস বন্ধ করে টিফিন বক্স টা তুলে ঠান্ডা করে ঢাকা খোলে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes