এগ কষা (Egg kosha recipe in Bengali)

Pinky Nath
Pinky Nath @cook_88886666
Kolkata

#ebook06
আজ আমি মিস্ত্রি বক্স থেকে এগ কষা রেসিপিটি বেছে নিলাম।

এগ কষা (Egg kosha recipe in Bengali)

#ebook06
আজ আমি মিস্ত্রি বক্স থেকে এগ কষা রেসিপিটি বেছে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 4 টিডিম
  2. 2 টিগোটা পেঁয়াজ
  3. 5 কোয়ারসুনের
  4. 1/2 ইঞ্চিআদা,
  5. 2 টিটমেটো,
  6. স্বাদ মত নুন / লঙ্কা
  7. 2 টেবিল চামচ সর্ষের তেল
  8. 2 টিকাঁচা লঙ্কা
  9. পরিমাণ মত ধনেপাতা কুচি
  10. 1/4 চা চামচ জিরে আর ধনিয়া গুঁড়ো
  11. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  12. 1/2 চা চামচহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে একটা পেঁয়াজ কুচি করে আর আরেকটি চার ফালি করে কেটে নিতে হবে। টমেটো টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    ডিমগুলি ভালো করে সেদ্ধ করে নুন,হলুদ,লংকা মাখিয়ে হালকা ভেজে নিতে হবে।

  3. 3

    এবার একটি গ্রাইন্ডিং যারে টমেটোর, পেঁয়াজ,আদা আর রসুনের টুকরো একসাথে মিশিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে।

  4. 4

    এবার একই তেলে অল্প গোটা জিরে তেজপাতা ফুরন দিয়ে পেষ্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন টমেটো দিতে হবে। আন্দাজমতো নুন মসলা দিতে হবে আর কষিয়ে নিতে হবে যতক্ষণ না পিয়াজ তেল ছেড়ে দেয়। 7 থেকে 8 মিনিট সময় লাগবে।

  5. 5

    এই সময় লাগলেও অল্প জল দেওয়া যাবে। ভেজে রাখা ডিমগুলি পিয়াজে মিশিয়ে আরো দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে।

  6. 6

    ডিম আর পেঁয়াজ মাখা মাখা হয়ে আসলে গরম মশলা গুঁড়ো দিতে হবে। কাঁচালঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এগ কষা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pinky Nath
Pinky Nath @cook_88886666
Kolkata

Similar Recipes