স্টিমড সেমলিনা স্প্রিংরোল (steamed semolina spring roll recipe in Bengali)

Tanmana Dasgupta Deb
Tanmana Dasgupta Deb @Tanmana
Guwahati

স্টিমড সেমলিনা স্প্রিংরোল (steamed semolina spring roll recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
২জন
  1. ১/২কাপ সুজি
  2. ৩টেবিল চামচ দই
  3. ১/৪ চা চামচ নুন
  4. ২ চিমটি বেকিং সোডা
  5. ৪চা চামচ রিফাইন্ড অয়েল
  6. ফিলিং এর জন্য-
  7. ১টি গাজর কুরানো
  8. ২টেবিল চামচ ধনেপাতা কুচি
  9. ১টি ছোট ক্যাপ্সিকাম কুচি
  10. ২-৩টি কাঁচা লঙ্কা কুচি
  11. ১চা চামচ আদা কুচি
  12. ১চা চামচগোল মরিচ গুঁড়ো
  13. ১/২চা চামচ নুন
  14. ২চা চামচ পিজ্জা সস
  15. ১চা চামচফোঁড়ন - গোটা জিরা
  16. ২চা চামচ তেল
  17. ১চা চামচ লাল সর্ষে
  18. ৫-৬ টা কারিপাতা
  19. ১ চিমটি হিং

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    সুজি গ্রাইন্ড করে একটি বড় বাটিতে নেই। এতে দই, বেকিং সোডা, নুন দিয়ে ভালো করে মাখা।২টেবিল চামচ তেল দিয়ে পুরো ডো কে মেখে ১০মিনিটের জন্য ঢেকে রাখি।

  2. 2

    এবার একটি বাটিতে কুরানো গাজর, ক্যাপ্সিকাম কুচি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি,গুলমরিচ গুঁড়ো,নুন দিয়ে এক সাথে মিশিয়ে নেই।

  3. 3

    এবার সুজির ডো কে ভালো করে আবার একটু মেখে দুটো বল বানাই।
    একটি চাকিতে তেল লাগিয়ে একটি বলকে গোল করে খানিকটা পাতলা করে বেলি।

  4. 4

    এবার এতে এক চা-চামচ পিজ্জা সস ভালো করে স্প্রেড করে তাতে সবজির ফিলিং ছড়িয়ে দেই। এবার ধীরে ধীরে রোল করি। এমনি করে অন্য বলটিকেও রোল বানাই।

  5. 5

    এবার রোল গুলো কে স্টিম করি ১০মিনিটের জন্য।

  6. 6

    ১০মিনিট পর নামিয়ে ঠাণ্ডা করে ছোট ছোট টুকরো করে কেটে নেই।

  7. 7

    এবার কড়াইতে তেল দিয়ে গোটা জিরা,সরষে, কারিপাতা আর ১চুটকি হিং ফোরন দেই।
    এবার রোল গুলোর উপর তরকা লাগাই।

  8. 8

    তৈরি স্টিম্ড সেমলিনা স্প্রিংরোল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanmana Dasgupta Deb
Guwahati

মন্তব্যগুলি

Similar Recipes