চিকেন চাপ আর এগ বিরিয়ানি (Chicken chap r egg biriyani recipe in

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

চিকেন চাপ আর এগ বিরিয়ানি (Chicken chap r egg biriyani recipe in

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. চিকেন চাপের জন্য
  2. 2 টোচিকেন লেগ
  3. 1 টাপেঁয়াজ
  4. 2টেবিল চামচ ছাতু
  5. 1 কাপটকদই (চায়ের কাপ)
  6. 2টেবিল চামচ ঘি
  7. প্রয়োজন মত সাদা তেল
  8. স্বাদ মতনুন
  9. 1 চা চামচচিনি
  10. 1 চা চামচজিরে গুঁড়ো
  11. 1 চা চামচধনে গুঁড়ো
  12. 1 চা চামচলঙ্কার গুঁড়ো
  13. 1 চা চামচপোস্ত
  14. 1/2" আদা
  15. 12 টাকাজু
  16. 12-13 কোয়ারসুন
  17. 8-9 টাআমন্ড (খুসা ছাড়ানো)
  18. 1 টুকরোদারচিনি
  19. 1 টুকরোজয়িত্রি
  20. 1/4জায়ফল
  21. 5-6 টাএলাচ
  22. 7-8 টালং
  23. 10-12 টাগোল মরিচ
  24. 2 চা চামচগোলাপ জল
  25. 1 চা চামচকেওড়ার জল
  26. বিরিয়ানির জন্য
  27. 4 টেডিম
  28. 350 গ্রামবাসমতি চাল
  29. 2 টোবড় সাইজের পেঁয়াজ
  30. 4 টেআলু
  31. 1/2"আদা
  32. 7-8 কোয়ারসুন
  33. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  34. 1/2 চা চামচধনে গুঁড়ো
  35. 2টেবিল চামচ টকদই
  36. 1/2 কাপমালাই (চায়ের কাপ)
  37. 1টেবিল চামচ বিরিয়ানি মসলা
  38. স্বাদ মতনুন
  39. প্রয়োজন মত সাদা তেল
  40. 4টেবিল চামচ ঘি
  41. 1/2 চা চামচহলুদ
  42. 1 চা চামচকেওরার জল
  43. 2 চা চামচগোলাপ জল
  44. 2টেবিল চামচ লেবুর রস
  45. 1 চা চামচচিনি
  46. 1 মুঠোপুদিনা পাতা
  47. 1 টালেবু সাজানোর জন্য
  48. 1 চা চামচগোটা জিরে
  49. 6-7 টাএলাচ
  50. 5-6 টাচেরা কাঁচালঙ্কা
  51. 7-8 টাকাঁচালঙ্কা
  52. 2 টুকরোদারচিনি
  53. 6-7 টালং
  54. 4 টেতেজপাতা
  55. 1 টুকরোজয়িত্রী

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব উপকরণ গুলি একসাথে করে নিতে হবে তারপর চিকেন লেগ গুলি ভালো করে ধুয়ে ছুরি দিয়ে চিরে দিতে হবে।

  2. 2

    সব মসলা গুলি মিক্সচার এ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা বোলে টক নিয়ে ভালো করে ফেটিয়ে পেস্ট করা মসলা,ছাতু,নুন,হলুদ,লঙ্কার গুঁড়ো,ধনে গুঁড়ো,জিরে গুঁড়ো,2 টেবিল চামচ তেল,গোলাপ জল ও কেওরার জল দিয়ে একসাথে ভালো করে ফেটিয়ে চিকেন লেগ গুলি দিয়ে মেখে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে সারা রাত।

  3. 3

    পরের দিন সকালে ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেন বেড় করে রুম টেম্পারেচার এ এনে তারপর গ্যাস এ কড়াই বসিয়ে তেল ও ঘি দিতে হবে (আপনারা চাইলে শুধু ঘি তে ও বানাতে পারেন আমি দুটো মিক্স করে দিয়েছি)গরম হলে মসলা সরিয়ে চিকেন গুলি দিয়ে 2 পিঠ লালচে করে ভেজে মসলা গুলি দিয়ে নেড়ে আচ কমিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দিতে হবে তারপর ঢাকা সরিয়ে দেখতে হবে চিকেন সেদ্ধ হয়েছে কিনা না হলে আরও কিছুখন ঢাকা দিয়ে হতে দিতে হবে।মসলা থেকে তেল ছেঁড়ে আসলে নামিয়ে নিতে হবে।

  4. 4

    প্রথমে গ্যাস এ একটা পাত্র বসিয়ে জল দিতে হবে জল ফুটে উঠলে তেসপাতা 4 টে এলাচ,1 টুকরো দারচিনি 4 টে লং, জয়িত্রি,গোটা জিরে ও 2 টেবিল চামচ ঘি দিয়ে চাল গুলি ধুয়ে দিতে হবে তারপর 90 % সেদ্ধ হলে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  5. 5

    আলু ও ডিম সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ গুলি কুচি করে কেটে নিতে হবে। আদা কাঁচালঙ্কা ও রসুন একসাথে পেস্ট করে নিতে হবে। এবার গ্যাস এ কড়াই বসিয়ে তেল দিতে হবে তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে আলু গুলি লালচে করে ভেজে তুলে নিতে হবে তারপর 1 টা পেঁয়াজ কুচি বেরেস্তা বানিয়ে নিতে হবে। তারপর কড়াইতে আরও একটু তেল দিয়ে 3-4 টে লং,2 টো এলাচ,1 টুকরো দারচিনি পোড়ন দিয়ে সামান্য নুন হলুদ, ডিম ও পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট ভাজতে হবে তারপর পেস্ট করা মসলা,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,নুন,হলুদ,টকদই,বিরিয়ানি মসলা দিয়ে ভালো করে কষিয়ে

  6. 6

    উপরে সেদ্ধ ভাত,ভাজা আলু,পুদিনা পাতা কুচি,কেওরার জল,গোলাপ জল,মালাই,ঘি,লেবুর রস,চেরা কাঁচালঙ্কা ও বেরেস্তা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে কম আচে হতে দিতে হবে 10 মিনিট তারপর নামিয়ে উপরে বেরেস্তা ছড়িয়ে ও লেবুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। সাথে আমি শসা রায়তা ও রেখেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

মন্তব্যগুলি (5)

Similar Recipes