ওয়ালনাট মার্বেল কেক (walnut marble cake recipe in bengali)

Paulamy Sarkar Jana
Paulamy Sarkar Jana @cook_psj06
Madhyamgram, Kolkata 129

#walnuttwists
আখরোট বা ওয়াল নাট দেখতে অনেকটা আমাদের ব্রেইনের মত আর এটা সত্যিই আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী তাই আজ আমি বানালাম ওয়ালনাট মার্বেল কেক

ওয়ালনাট মার্বেল কেক (walnut marble cake recipe in bengali)

#walnuttwists
আখরোট বা ওয়াল নাট দেখতে অনেকটা আমাদের ব্রেইনের মত আর এটা সত্যিই আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী তাই আজ আমি বানালাম ওয়ালনাট মার্বেল কেক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০মিনিট
১০ জনের
  1. 3/4 কাপচিনি গুঁড়ো
  2. 3 টাডিম
  3. 10 টাওয়ালনাট
  4. 1/3 কাপদুধ
  5. 1/3 কাপসাদা তেল
  6. 1 কাপময়দা
  7. 1/2 চা চামচভিনিগার
  8. 1 চা চামচবেকিং পাউডার
  9. 1চিমটি নুন
  10. 1 চা চামচভ্যানিলা এসেন্স
  11. কেক মোল্ডে গ্রিস করার
  12. 1টেবিল চামচ মাখন
  13. 1.5 টেবিল চামচময়দা নিতে হবে

রান্নার নির্দেশ সমূহ

৫০মিনিট
  1. 1

    প্রথমেই ডিমগুলোকে একটা পাত্রে ভালো করে ফেটে নিতে হবে। যে-পাত্রে কেক তৈরি করব সেই পাত্রটা মাখন দিয়ে ভালো করে গ্রিস করে ময়দা ডাস্ট করে রেখে দিতে হবে। ওটিজি 180 ডিগ্রি তে 10 মিনিট প্রিহিট করে রাখতে হবে

  2. 2

    ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে তার মধ্যে তেলটা দিয়ে ভালো করে ফেটানো হয়ে যাবে। তার মধ্যে চিনি ও এসেন্স দিয়ে আমারা ভালো করে ফেটিয়ে নেব

  3. 3

    এবার অন্য একটা পাত্রে ময়দা, বেকিং পাউডার,নুন ভালো করে ছেঁকে নিতে হবে ছাকা হয়ে গেলে এই ড্রাই মিশ্রনটা কে ধীরেধীরে কাট এন্ড ওল্ড মেথডে আগের যে ডিম ও চিনির মিশ্রণ বানানো হয়েছিল তার মধ্যে ধীরে ধীরে ফোল্ড করতে হবে

  4. 4

    এইবার মিশ্রণটা দুধ টা দিয়েও ফোল্ড করতে হবে তারপর দুটো পাত্রে মিশ্রণটা সমান পরিমাণে ভাগ করে রাখতে হবে। একটা পাত্রে কোকো পাউডার টা ছেকে মিশ্রণটার সাথে কাট এন্ড ফোল্ড করে মিশিয়ে রাখতে হবে। কোকো পাউডার মেশালে অনেক সময় শক্ত হয়ে যায় তাই দরকার পরলে আরো দএকটু দুধ দিতে হবে

  5. 5

    এবার কেক প্যানে একবার ভ্যানিলার মিশ্রণ তার উপর আবার কোকা মিশ্রণ এইভাবে লেয়ারিং করে শেষে একটা কাঠি দিয়ে এরকম ভাবে ঘেঁটে উপর থেকে কয়েকটা ওয়ালনাট ছড়িয়ে দিতে হবে ।এবার বেক করতে দিয়ে দিতে হবে 180 ডিগ্রীতে 35 থেকে 40 মিনিট হয়ে গেলে ঠান্ডা করে পরিবেশন করুন ওয়ালনাট মার্বেল কেক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paulamy Sarkar Jana
Madhyamgram, Kolkata 129
ভীষণ ভালোবাসি রান্না করতেন আর খেতেও তার চেয়েও ভালোবাসি সবাইকে খাওয়াতে আর নানা রকম নতুন নতুন রান্না দেখতে এবং শিখতে খুব ভালো লাগে এটাই আমার পড়াশুনার পর দ্বিতীয় ভালোবাসা😁
আরও পড়ুন

Similar Recipes