চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

Suhana chef
Suhana chef @Suhana_

চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40মিনিট
2জন
  1. ৩০০ গ্রাম বোনলেস চিকেন
  2. ১টি ডিম
  3. ১/২ চা চামচ গোল মরিচ এর গুঁড়ো
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১চা চামচ ভিনিগার
  6. ১ চা চামচ রসুন বাটা
  7. ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  8. ২টি বড় পেঁয়াজ কিউব করে কাটা
  9. ১০ কোয়া রসুন কুচি করে কাটা
  10. ১ ইঞ্চি আদা সরু করে কাটা
  11. ৪টি কাঁচা লঙ্কা কুচি করে কাটা
  12. ১টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
  13. ৪টেবিল চামচ টমেটো সস
  14. ২টেবিল চামচ রেড চিলি সস
  15. ২চা চামচ সয়া সস
  16. স্বাদ মত নুন
  17. পরিমাণ মত সাদা তেল
  18. ১ টেবিল চামচ ভিনিগার
  19. 1 টি বড় ক্যাপ্সিকাম
  20. 2টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি
  21. 2-3 টিরসুন কোয়া কুচি করে কাটা

রান্নার নির্দেশ সমূহ

40মিনিট
  1. 1

    চিকেন টা করন ফ্লাওয়ার, ডিম, গোলমরিচের গুঁড়া, লঙ্কা গুড়ো, নুন আদা বাটা, রসুন বাটা ও ভিনি গার দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    তারপর কড়াই তে তেল দিয়ে তেল গরম হলে চিকেনের পিস গুলো একে একে ভাজতে হবে। সবগুলো একই ভাবে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    তারপর ঐ তেলে কেটে রাখা রসুন কুচি,পেঁয়াজ আর ক্যাপ্সিকাম একটু সতে করে নিতে হবে। তারপর টমেটো সস, চিলি সস ও ভিনিগার,সয়া দিয়ে একটি মিশ্রন তৈরি করেনিয়ে কড়াই তে ঢেলে দিতে হবে।

  4. 4

    তারপর একটু নাড়া চাড়া করে চিকেনের পিস গুলো আবার একটু নেড়ে চেড়ে পরিমান মতো জল দিয়ে দিতে হবে। একটু স্বাদ মতো নুনও দিতে হবে।

  5. 5

    তারপর ঢাকা দিয়ে দিতে হবে।তারপর যদি বেশি গ্রেভি রাখতে জলের পরিমান টা বেশি দিতে। হয়ে গেলে নামানোর আগে করনফ্লাওয়ার গোলা ও কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর গরম পরিবেশন করুন নুডুলস এর সাথে।চিলি চিকেন এর ওপর পেঁয়াজ পাতা কুচি করে ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suhana chef
Suhana chef @Suhana_

Similar Recipes