টমেটো সর্ষে পোস্ত (Bengali recipe)

Rakhi Dutta
Rakhi Dutta @cook_29496874
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৩ জন
  1. ২ টো বড়টমেটো
  2. ১ টা বড়পেঁয়াজ
  3. ১চা চামচ কালো সর্ষে
  4. ২চা চামচপোস্ত
  5. ৩ টেকাঁচা লঙ্কা
  6. স্বাদ অনুযায়ী নুন মিষ্টি
  7. ৩চা চামচ সর্ষের তেল
  8. ১/২ চা চামচফোঁড়নের জন্য কালো জিরে
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে কালো সর্ষে ও পোস্ত ২ কাঁচা লঙ্কা,অল্প নুন দিয়ে বেটে নিতে হবে।

  2. 2

    গ্যাস এ প্যান বসিয়ে ২ চামচ তেল দিয়ে গরম হলে কালো জিরে ফোরণ দেবো । তারপর কেটে রাখা পেঁয়াজ ও ১ কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা টমেটো দিয়ে আরো কিছক্ষন ভাজবো।

  3. 3

    পেঁয়াজ ও টমেটো একটু ভাজা হলে,ওতে নুন হলুদ দিয়ে পোস্ত সর্ষে বাটা দিয়ে দেবো। একটু মিষ্টি ও দেবো, আর পোস্ত বাটা বাটি টা ধুয়ে অল্প জল দিয়ে রান্না টা হতে দেবো।

  4. 4

    এই রান্না টা হতে বেশি সময় লাগবে না। হয়ে গেলে উপর থেকে কাঁচা সর্ষের তেল ও কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। ব্যাস রেডি আমাদের টমেটো সর্ষে পোস্ত। গরম ভাতে আর কিছু লাগবে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rakhi Dutta
Rakhi Dutta @cook_29496874

Similar Recipes