চিজি ক্রাঞ্চি টমেটো বোম(Chesee crunchy tomato bomb recipe in Bengali)

Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

চিজি ক্রাঞ্চি টমেটো বোম(Chesee crunchy tomato bomb recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
২জন
  1. ৩টি লালপাকা টমেটো
  2. ১টা মিহি কুচানো পেয়াজ
  3. ৪টে কাচা লঙ্কাকুচি
  4. ২ চা চামচ ধনেপাতা কুচি
  5. ২ চা চামচ ক্রাশ জোয়ান
  6. ১/২ কাপচীনে বাদাম
  7. ২ কাপবেসন
  8. ১ চা চামচ অরিগ্যানো
  9. ১ চা চামচ বেসিল
  10. ১ চা চামচ চিলি ফ্লেকস
  11. ৩টেচীজ স্লাইজ
  12. স্বাদ মত নুন
  13. ৪কাপ সাদা তেল
  14. প্রয়োজন অনুযায়ী রসুন কুচি
  15. ১ইঞ্চি আদা
  16. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  17. ১/২চা চামচহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    কড়াইয়ে ১চামচ তেল দিয়ে বাদাম ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    টমেটো মুখটা কেটে ভেতর থেকে বীজ বার করে তাতে নুন দিয়ে টমেটোর ভিতর বাহিরে ভালো করে মাখিয়ে ১০-১৫মিনিট রেখে দিতে হবে।

  3. 3

    একটা বাটিতে মিহি করে কুচানো পেঁয়াজ,রসুন,আদা,কাঁচালঙ্কা,ধনেপাতা,
    বাদামভাজা,সামান‍্য নুন,একত্রে মিশিয়ে রাখতে হবে।

  4. 4

    চিজ স্লাইজ নিয়ে তাতে অরিগেনো,বেসিল,চিলি ফ্লেকস ছড়িয়ে নিয়ে রাখতে হবে।

  5. 5

    এবার নুন মাখানো টমেটো থেকে জল ঝরিয়ে নিয়ে তাকে টিসু পেপার দিয়ে শুকনো করে নিয়ে রাখতে হবে।

  6. 6

    এবার চিজ স্লাইজের উপর কুচানো পেয়াজের মিশ্রণ দিয়ে মুড়ে(চিজ স্লাইজ)টমেটোর মধ্যে ঢুকিয়ে টমেটো কাটা মুখটা দিয়ে চাপা দিয়ে চেপে দিয়ে আটকে নিয়ে রাখতে হবে।

  7. 7

    একটা বাটিতে বেসন নিয়ে তাতে সামান্য নুন,হলুদ,লঙ্কা গুড়া,ক্রাশ জোয়ান দিয়ে মিশিয়ে অল্প অল্প জল মিশিয়ে ঘন ব‍্যাটার বানিয়ে নিয়ে তাতে গরম তেল অল্প দিয়ে মিশিয়ে নিলে ফ্রাই টা মচমচে হবে।

  8. 8

    এরপর কড়াইয়ে তেল গরম করে স্টাফড টমেটো গুলো বেসনের ব‍্যাটারে ডুবিয়ে ডুবো তেলে হালকা আচেঁ ভেজে নিলেই তৈরী আমার টমেটো বোম।

  9. 9

    কাসুন্দীর সঙ্গে গরম গরম পরিবেশন করো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

Similar Recipes