পুর ভরা পকেট চাল কুমড়ো (pur bhora pocket chaal kumro recipe in Bengali)

Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

#রোজকারসব্জী
#কুমড়ো
#week3
চাল কুমড়ো দিয়ে সাধারণত আমরা ভাজা, ঘন্ট এই ধরনের পদের রান্না করে থাকি।কিন্তু পুর ভরা চাল কুমড়ো বড়া নামটাও যেরকম ইউনিক খেতেও কিন্তু দারুণ

পুর ভরা পকেট চাল কুমড়ো (pur bhora pocket chaal kumro recipe in Bengali)

#রোজকারসব্জী
#কুমড়ো
#week3
চাল কুমড়ো দিয়ে সাধারণত আমরা ভাজা, ঘন্ট এই ধরনের পদের রান্না করে থাকি।কিন্তু পুর ভরা চাল কুমড়ো বড়া নামটাও যেরকম ইউনিক খেতেও কিন্তু দারুণ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৫- ৬ জন
  1. পরিমাণ মত চাল কুমড়ো (সাত থেকে আটটি বড়া করা যাবে এই রকম পরিমাণ নিয়েছি)
  2. ৪-৫ টেবিল চামচ চামচ সর্ষে দানা
  3. ১ /২ নারকেলের কোরা
  4. ২-৩ টি কাঁচা লঙ্কা
  5. স্বাদ মত লবণ
  6. স্বাদ অনুযায়ী চিনি
  7. ৪ টেবিল চামচসর্ষের তেল
  8. ১/২ চা চামচ কালোজিরে ফোঁড়নের জন্য
  9. ২ টেবিল চামচ বেসন
  10. ৪ টেবিল চামচ ময়দা
  11. ১ টেবিল চামচ সুজি
  12. ১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো
  13. ১/২ চা চামচ পোস্ত দানা
  14. ১-২ চিমটি হলুদ গুঁড়ো
  15. প্রয়োজন অনুযায়ী বড়া ভাজার জন্য রিফাইন্ড তেল
  16. ১ চিমটি বেকিং পাউডার ( ঐচ্ছিক)

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ১) প্রথমে চাল কুমড়োর খোসা ছাড়িয়ে, মাঝখান থেকে লম্বালম্বি কেটে নিতে হবে। এবার ওই অর্ধেক অংশটি একটু মোটা মোটা করে আলাদা করে কেটে নিতে হবে। এবার প্রত্যেকটা অংশে এক দিক থেকে এমন ভাবে কাটতে হবে, যাতে অপরদিক কেটে না যায় অর্থাৎ ঠিক পকেটের মত। অনেকটা অর্ধচন্দ্রাকৃতি।

  2. 2

    ২) এবার পরিমাণ মতো জলে কিছুটা লবণ দিয়ে কয়েক মিনিটের জন্য চাল কুমড়া গুলোর সেদ্ধ করে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায়। বেশি হলে ৫ মিনিট সময়। হয়ে গেলে জল থেকে চাল কুমড়ো গুলোকে উঠিয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    ৩) এবার সরষে দানা, নারকেল কোরা,কাঁচা লঙ্কা, পরিমাণ মত লবণ চিনি, ও সামান্য জল দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে মিশিয়ে পেস্ট করে নিতে হবে।

  4. 4

    ৪) এবার কড়াইতে ২ চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে,তাতে কালো জিরে ফোড়ন দিয়ে এই মিশ্রণটি ভালো করে রান্না করতে হবে, একভাবে নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায় এবং মিশ্রণটি খানিকটা জল শুকিয়ে গাঢ় হয়ে যায়।

  5. 5

    ৫) এবার এই মিশ্রণটি খানিকটা করে নিয়ে চাল কুমড়োর পকেট এ ভোরে সমান করে দিতে হবে।

  6. 6

    ৬) এবার ময়দা, সুজি, বেসন, পোস্তদানা, স্বাদমতো নুন, সামান্য পরিমাণ হলুদ, অল্প পরিমাণ চিনি, দুই চামচ সরষের তেল, বেকিং পাউডার, পরিমাণমতো জল দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটার তৈরি করতে হবে। কিছুক্ষণ ব্যাটার রেস্টে রেখে দিতে হবে। কড়াইতে পরিমাণমতো রিফাইন তেল গরম করে নিতে হবে। পুর ভরা পকেট চাল কুমড়ো অংশগুলি, ব্যাটারের ডুবিয়ে মিডিয়াম ফ্লেমে তেলে ভেজে নিলেই তৈরি পুর ভরা পকেট চাল কুমড়ার বড়া। ডালের পাতে বা স্নাক্স হিসাবে দারুন আইটেম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

Similar Recipes