কুমড়োর পরোটা (kumor porota recipe in bengali)

Sonali Sen Bagchi
Sonali Sen Bagchi @cook_15687477

#রোজকারসব্জী
#কুমড়ো
#Week3 রেসিপি কমড়ো দিয়ে তেরি একটা নতুন রান্না।দারুন খেতে।

কুমড়োর পরোটা (kumor porota recipe in bengali)

#রোজকারসব্জী
#কুমড়ো
#Week3 রেসিপি কমড়ো দিয়ে তেরি একটা নতুন রান্না।দারুন খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৫-৬জনের জন্য
  1. ১-২কাপ কুমড়ো কুচি করে কাটা
  2. ১/২চা চামচ গোলমরিচ গুঁড়ো
  3. স্বাদমতোনুন
  4. ১চা চামচ হলুদ
  5. ১ চিমটিচাট মশলা
  6. ১/২ চা চামচ ভাজা মশলা গুঁড়ো
  7. ২কাপ ময়দা
  8. ১চিমটি নুন
  9. ১চিমটিচিনি
  10. প্রয়োজন মতভাজার জন্য সাদাতেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে গরম বসাতে হবে।

  2. 2

    তেল গরম হলে তাতে কুমড়ো দিয়ে তাতে নুন হলুদ দিয়ে নারাচারা করে ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  3. 3

    কিছুক্ষন পর ঢাকা তুলে গোলমরিচ গুড়ো চাট মশলা আর ভাজা মশলা দিয়ে আবারো ভাজতে হবে।

  4. 4

    এরপর কুমড়ো যখন একদম নরম হয়ে পুড়ো গোলে যাবে তখন নামিয়ে নিতে হবে।

  5. 5

    এরপ‍র ময়দা নুন চিনি সাদাতেল দিয়ে ময়াম দিয়ে তাতে কুমড়োর ভাছা দিয়ে সাথে একটু জল দিয়ে মেখে নিতে হবে।

  6. 6

    এরপর ময়দার ডো তে একটু তেল মাখিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে।

  7. 7

    ৫মিনিট পর ডো থেকে লেচি নিয়ে বেলে নিতে হবে।এরপর তাওয়া গরম বসাতে হবে।

  8. 8

    তাওয়া গরম হলে তাতে পরোটা দিয়ে দিতে হবে।দুপাশ ভেজে তারপর তেল দিয়ে দুপাশ ভালো মতো ভেজছ তুলে নিতে হবে।

  9. 9

    এইভাবে সব পরোটা ভেজে নিতে হবে।

  10. 10

    এরপর আলুর সবজি দিয়ে গরম গরম পরোটা পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sonali Sen Bagchi
Sonali Sen Bagchi @cook_15687477

মন্তব্যগুলি

Similar Recipes