কুমড়োর ছক্কা (Kumror chhoka recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

কুমড়োর ছক্কা (Kumror chhoka recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 500 গ্রামকুমড়ো
  2. 1 টিআলু
  3. 1 টিটমেটো
  4. 1 চা চামচআদাবাটা
  5. 1 চা চামচলঙ্কা বাটা
  6. 1+ 1/2 চা চামচ ধনেগুঁড়ো
  7. 1 চা চামচজিরাগুঁড়ো
  8. 1/2 চা চামচগরম মশলা
  9. 1 চা চামচঘি
  10. স্বাদমতোনুন, চিনি
  11. 2 চা চামচসর্ষের তেল
  12. 1 চা চামচভাজা মশলা,জিরে ধনে পানমৌরি,শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো
  13. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  14. 1/2 চা চামচপাঁচফোড়ন, 1 টি শুকনো লঙ্কা, 1 টি তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে কুমড়ো খোসা ছাড়িয়ে চৌকো করে টুকরো করে কেটে নেবো, আলু ও ছোট করে টুকরো করে কেটে নেবো ।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে কুমড়ো ও আলু একটু নুন ও হলুদ গুঁড়ো ছড়িয়ে ভেজে নিতে হবে । ঐ তেলে আরও একটু তেল দিয়ে জিরাগুঁড়ো, ধনেগুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদাবাটার পেস্ট একটু জলে গুলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা কুমড়ো ও আলু দিতে হবে । এবার নুন দিতে হবে ।

  3. 3

    এবার মশলার মধ্যে কুমড়ো ও আলু যখন মিশে যাবে, পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিতে হবে । সাত_আট মিনিট পর কুমড়ো ও আলু সেদ্ধ হয়ে এলে এবং মশলা গায়ে মাখামাখা হয়ে শুকনো হয়ে এলে ঘি, গরম মশলা ও ভাজা মশলা ছড়িয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে । এবার সার্ভ বাউলে ঢেলে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes