চাল পটল (Chal potol recipe in Bengali)

Mrinalini Saha
Mrinalini Saha @9856mili

#পটলমাস্টার । পটলের রেসিপির মধ্যে আমি চাল পটল বেছে নিলাম কারণ এটা এমন ই একটা ঘড়োয়া সুস্বাদু খাবার যা খুব কম সময়ে সহজেই ঘড়ে উপস্থিত থাকা উপকরণ দিয়েই বানিয়ে ভাতের সঙ্গে খাওয়া যায় এমনকী ভাত ছাড়া খালিও খাওয়া যায় 😊

চাল পটল (Chal potol recipe in Bengali)

#পটলমাস্টার । পটলের রেসিপির মধ্যে আমি চাল পটল বেছে নিলাম কারণ এটা এমন ই একটা ঘড়োয়া সুস্বাদু খাবার যা খুব কম সময়ে সহজেই ঘড়ে উপস্থিত থাকা উপকরণ দিয়েই বানিয়ে ভাতের সঙ্গে খাওয়া যায় এমনকী ভাত ছাড়া খালিও খাওয়া যায় 😊

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
4জনের জন্য
  1. 200 গ্রামপটল
  2. 100 গ্রামআলু
  3. 3 চা চামচগোবিন্দভোগ চাল
  4. 1/2 চা চামচধনে গুঁড়ো
  5. 1/2 চা চামচলঙ্কার গুঁড়ো
  6. 1/2 চা চামচভাজা জিরার গুঁড়ো
  7. 1/2 চা চামচচিনি
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. 4 চা চামচসরষের তেল
  10. প্রয়োজন মতফোরনের জন্য (1টি শুকনোলঙ্কা + 1টি তেজপাতা +2টি এলাচ)
  11. 1/2 চা চামচগোটা জিরা
  12. 1/2 চা চামচআদাবাটা
  13. 1/2 চা চামচগরমমশলা
  14. 1/2 চা চামচঘী
  15. স্বাদ অনুযায়ীনুন আর লঙ্কাচেরা

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে 3চামচ তেল দিয়ে একে একে পটল আলুর টুকরো আর চাল টা নুন হলুদ দিয়ে হাল্কা ভেজে তুলে রাখি

  2. 2

    তারপর বাকি তেলটা কড়াইতে দিয়ে গরম হলে ফোরনের উপকরণগুলি আর গোটা জিরা দিয়ে নেড়ে আদাবাটা দিয়ে নাড়াচাড়া করি

  3. 3

    তারপর একটি বাটিতে ধন্যেগুড়ো ভাজা জিরাগুড়ো লঙ্কারগুড়ো নুন আর অল্প জল দিয়ে গুলে কড়াইতে ঢেলে দিয়ে কষাতে থাকি

  4. 4

    কড়াই থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা পটল আলু চাল দিয়ে নেড়ে আন্দাজমত জল ঢেলে দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রাখি

  5. 5

    চাল ফুটে উঠলে ঢাকা খুলে চিনি লঙ্কারচেরা গরমমশলা দিয়ে নেড়েচেড়ে মাখোমাখো হয়ে আসলে ঘী দিয়ে নামিয়ে পরিবেশন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mrinalini Saha
Mrinalini Saha @9856mili

Similar Recipes