মুচমুচে মোচার চপ (Muchmuche mochar chop, recipe in Bengali)

Sumita Roychowdhury
Sumita Roychowdhury @Sumita_26
Kolkata

#BhojerSaatKahon
#মুচমুচে মুখরোচক স্ন্যাক্স

মুচমুচে মোচার চপ (Muchmuche mochar chop, recipe in Bengali)

#BhojerSaatKahon
#মুচমুচে মুখরোচক স্ন্যাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ১ বাটি মোচা কুচি
  2. ১ টা আলু
  3. ১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
  4. ১ চা চামচ ধনে গুঁড়ো
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১/২ চা চামচ কেশরি মেথি
  7. স্বাদ মতনুন
  8. ৩ টে কাঁচা লঙ্কা কুচি করে কাটা
  9. ২ চা চামচ বেসন
  10. ৪চা চামচ সুজি
  11. প্রয়োজন অনুযায়ী তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মোচা কুচি ও আলু প্রেস্টিজ কুকারে জল মিশিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এরপরে মোচা ও আলু সেদ্ধ ছাঁকনি দিয়ে জল ছেঁকে একটা বাটিতে নিয়ে স্ম্যাসড্ করে নিতে হবে।

  3. 3

    এবারে এর মধ্যে নুন, কাঁচালংকা কুচি, আদা বাটা, ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো ও কেশরী মেথি সব দিয়ে একসাথে মিশিয়ে ভালো ভাবে চটকে মেখে নিতে হবে।

  4. 4

    এবারে ব্যসন দিয়ে ভালো ভাবে মিশিয়ে মেখে নিতে হবে।
    এবারে হাতে করে চপের মতো শেপ দিয়ে বানিয়ে নিতে হবে।

  5. 5

    এবারে একটি নন্ স্টিক তাওয়ায় সুজি,, শুকনো তাওয়ায় নাড়িয়ে নিয়ে প্লেটে ছড়িয়ে নিতে হবে। ‍

  6. 6

    এবারে মোচার চপ গুলো সুজির ওপরে গড়িয়ে নিয়ে,, তাওয়ায় গরম তেলে ভেজে নিতে হবে।

  7. 7

    তৈরি হয়ে গেল দারুন মুখরোচক মুচমুচে মোচার চপ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumita Roychowdhury
Kolkata
I am a School Principal, cooking is my passion and I love to experiment with the ingredients and create something yummilicious.
আরও পড়ুন

Similar Recipes