কুমড়ো ফুলের পকোড়া ( kumro fuler pakora recipe in Bengali

Anindita Dey
Anindita Dey @cook_30867397

#BhojerSaatKahon
#নানা স্বাদের পকোড়া
(ছাদ বাগানের কুমড়ো ফুল)

কুমড়ো ফুলের পকোড়া ( kumro fuler pakora recipe in Bengali

#BhojerSaatKahon
#নানা স্বাদের পকোড়া
(ছাদ বাগানের কুমড়ো ফুল)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪জন
  1. ১৫ টি কুমড়ো ফুল
  2. ১ টা বড় পেঁয়াজ কুচি
  3. ১ চা চামচপোস্ত দানা
  4. ১ চা চামচ আদা কুচি
  5. ৫ টামরিচ কুচি
  6. ১/২ কাপবেসন
  7. পরিমাণ মত জল
  8. প্রয়োজন মততেল
  9. স্বাদ মতনুন চিনি

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে কুমড়ো ফুল গুলো ভালো করে ধুয়ে
    নেওয়া হল,

  2. 2

    এরপর বড়ো বাড়িতে আফ কাপ ব্যসন,স্বাদ মত নুন, এক চামচ চিনি, আদা কুচি, পেঁয়াজ কুচি,এক চামচ সাদা তেল, কাঁচামরিচ কুচি দিয়ে মাখিয়ে নেওয়া হল। এরপর পরিমান মতো জল দিয়ে একটু ফেটিয়ে নেওয়া হল।

  3. 3

    কড়াই এ সাদা তেল দিয়ে একটু গরম হলে তাতে একটা একটা করে পকোড়া দিয়ে লাল করে ভেজে তুলে নিলেই প্রস্তুত। চা, কফি বা মুড়ি দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে খাওয়া যাবে।,😋😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anindita Dey
Anindita Dey @cook_30867397

Similar Recipes