পাঁপড়ের পোটলি পকোড়া(Papad potli pakora recipe in Bengali)

Nabanita Das
Nabanita Das @cook_25166873

#BhojerSaatKahon
#নানা স্বাদের পকোড়া

পাঁপড়ের পোটলি পকোড়া(Papad potli pakora recipe in Bengali)

#BhojerSaatKahon
#নানা স্বাদের পকোড়া

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
4-5 জন
  1. 2 টোমশলা গোল পাঁপড়
  2. 3 টেএমনি গোল পাঁপড়
  3. 100 গ্রামচিকেন কিমা
  4. 1 চা চামচপাতিলেবুর রস
  5. 1 টা ছোট পেঁয়াজ কুচি
  6. 2 টোরসুনের কোয়া কুচি
  7. 2 চা চামচধনেপাতা কুচি
  8. 1 চা চামচআদা বাটা
  9. 1 চা চামচলঙ্কা কুচি
  10. 5-6 টাকারিপাতা কুচানো
  11. 1 চা চামচঅরিগ্যনো(ঐচ্ছিক)
  12. স্বাদ মতনুন
  13. 1/2 চা চামচপেরিপেরি মশলা(ঐচ্ছিক)
  14. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  15. 1টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  16. 1/2 চা চামচসাদা তেল(ম্যরিনেসনের জন্য)
  17. 2 কাপসাদা তেল(ভাজার জন্য)
  18. 5 টাধনেপাতার ডাঁটি পোটলির মুখ বাঁধার জন্য

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    প্রথমে পুর বানাতে একটা বাটি তে চিকেনের কিমা নিয়ে তাতে আগে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতে হবে 5মিনিট তারপর তার মধ্যে আদা বাটা,রসুন কুচি,পেঁয়াজ কুচি,ধনে পাতা কুচি,কারি পাতা কুচিও লঙ্কাকুচি দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    তারপর চিকেনের কিমার মধ্যে,স্বাদ মতো নুন,ওরিগ্যনো,পিরিপিরি মশলা,গোল মরিচ গুড়ো দিয়ে একটা টেবিল চামচ এ 1/2চা চামচ তেল গরম করে পুরের উপর ছড়িয়ে দিতে হবে,তারপর কর্নফ্লোর মিশিয়ে ছোটো ছোটো বলের আকারে গড়ে নিতে হবে।

  3. 3

    এরপর একটা একটা পাপড় নিয়ে সামান্য জল দিয়ে ভিজিয়ে নিতে হবে যাতে পাপড় গুলো মুড়তে সুবিধা হয়ে। (এখানে আমি দুই ধরনের পাপড় নিয়েছি কিন্ত যে কোনো এক ধরনের গোল পাপড় নিলেই চলবে) পাপড় গুলো হালকা ভেজানোর পর চিকেনের মশলা মাখানো পুর মাঝে দিয়ে পুটলির আকারে মুড়ে,পুটলির মুখ গুলো ধনে পাতার ডাটি দিয়ে বেঁধে দিতে হবে।

  4. 4

    আগুনে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তার মধ্যে সাদা তেল ঢেলে তেল গরম করতে দিতে হবে। এবার বানানো পাপড়ের পুটলি গুলো নিম্ন আঁচে একটা একটা করে পুটলি পকোড়া ভেজে তুলে নিতে হবে।সব পকোড়া ভাজা হলে যে কোনা চাটনি দিয়ে পরিবেশন করুন মুচমুচে পাপড় পুটলি পকোড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nabanita Das
Nabanita Das @cook_25166873
Instragram link: https://instagram.com/nabanita710?utm_medium=copy_link YouTube Channel link: https://youtube.com/channel/UCCrV0TvfTFpJU1YBKgkgPDw
আরও পড়ুন

Similar Recipes