পাটিসাপ্টা (Patisapta recipe in Bengali)

Nikita Maji
Nikita Maji @Nikitamaji2015

পাটিসাপ্টা (Patisapta recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
৪ থেকে ৫ জনের জন্য
  1. 75 গ্রামময়দা
  2. 30 গ্রামসুজি
  3. 10 গ্রামচালের গুঁড়ো
  4. 280 গ্রামদুধ
  5. 1/4 চা চামচলবণ
  6. 30 গ্রামচিনি
  7. 5 গ্রামঘি
  8. 1.5 কেজিক্ষীর বানানোৱ জন্য দুুধ
  9. 65 গ্রামচিনি
  10. 1 চা চামচময়়দা

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    একটা বরো বাটিতে ময়দা (75 গ্রাম) সুজি(30 গ্রাম), চালের গুঁড়ো (10 গ্রাম), চিনি(30 গ্রাম), নুন (¼ চামচ), এবং দুধ (280 গ্রাম) নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    এবার এই মিশন টাকে ঢাকা দিয়ে ১ ঘন্টা ৱেখে দিতে হবে যাতে সুজি ফুলে যায় আর চিনি টা গলে গিয়ে
    একসঙ্গে মিশে যায়।

  3. 3

    একটি বড় সসপ্যানে 1.5 kg দুধ ফুটতে দিতে হবে,ফুটে ওঠাৱ সাথে সাথে 65 g চিনি দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে 90 minutes পযর্ন্ত।
    এই সময় চুলার আঁচ লো টু মিডিয়াম এ থাকবে, যাতে খীর পুড়ে না যায়।

  4. 4

    আসতে আসতে দুধ ফুটে ফুটে পুরু হয়ে এলে,আগে থেকে গুলে ৱাখা 1 tsp ময়দা এবং 1 tbsp দুধ আসতে আসতে সসপ্যানে ঢেলে দিতে হবে, এবার শুধু ৫ মিনিট কম আচেঁ দুধ ফোটাতে হবে।
    এবার ঠান্ডা হয়ে গেলেই আমাদের খীর ৱেডি।

  5. 5

    এবার মেখে রাখা বেটার টা ভালো করে মিশিয়ে নিতে হবে। একটি ননস্টিক পেন কম আচেঁ গৱম হতে দিতে হবে, গৱম হলেই ১ ফোটা ঘি পেনের দিয়ে টিসু পেপার দিয়ে ভালো করে সব জায়গায় ছৱিয়ে দিয়ে মুছে নিতে হবে,এবার এক হাতা বেটার দিয়ে সংগে সংগে পেন টাকে নৱিয়ে নৱিয়ে ছৱিয়ে নিতে হবে, যেন পাতলা ৱুটিৱ মতো সব জায়গায় ছৱিয়ে পরে, ৫ sec
    পর দেখবেন সাইডে চার পাশ টা একটু ওপর দিকে উঠে আসবে, ঠিক তখনই খীর টা এক সাইডে দিয়ে রোলের মতো মুৱে দিলেই ৱেডি আমাদের পাটিসাপ্টাl

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nikita Maji
Nikita Maji @Nikitamaji2015

Similar Recipes