তাওয়া তন্দুরি মৌরলা

Susmita Dutta Laha
Susmita Dutta Laha @cook_25879858

আমার সব সময় নতুন কিছু রান্নার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে,অনেক বছর চন্ডীগড়ে ছিলাম, তাই ওখানকার তন্দুরির সাথে বাংলার মাছের ফিউশন করে এই রান্নাটি আপনাদের কাছে নিয়ে এলাম।#Sarekahon

তাওয়া তন্দুরি মৌরলা

আমার সব সময় নতুন কিছু রান্নার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে,অনেক বছর চন্ডীগড়ে ছিলাম, তাই ওখানকার তন্দুরির সাথে বাংলার মাছের ফিউশন করে এই রান্নাটি আপনাদের কাছে নিয়ে এলাম।#Sarekahon

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

আধা ঘন্টা
চার জন
  1. ২০০ গ্ৰাম মৌরলা মাছ
  2. স্বাদমতনুন
  3. ২ চা চামচহলুদ গুঁড়া
  4. ২ টেবিল চামচসরষের বাটা
  5. ১টা মাটির তাওয়া আর কিছু কলাপাতা
  6. ৩ টেবিল চামচপোস্ত বাটা
  7. ৫০ গ্ৰামসরষের তেল
  8. ৭/৮ টা লাল লঙ্কা বাটা
  9. ১ টি বড় আলু পাতলা করে কাটা

রান্নার নির্দেশ সমূহ

আধা ঘন্টা
  1. 1

    ১) প্রথমে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা রাখুন।

  2. 2

    ২) এবার ঐ মাছে ২ টেবিল চামচ সরষে বাটা, ৩ টেবিল চামচ পোস্ত বাটা,৪ টেবিল চামচ সরষের তেল,১ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মত নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    ৩) একটা মাটির তাওয়ায় তেল মাখিয়ে নিয়ে কলাপাতা গুলো ভালো করে বসিয়ে নিতে হবে,৩/৪ টে লেয়ার করে।

  4. 4

    ৪) এবার ঐ পাতা গুলোতে তেল বুলিয়ে নিতে হবে।

  5. 5

    ৫) তারপর পাতার উপরে মশলা মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ২ চামচ তেল আর উপর থেকে একটা পাতা দিয়ে অন্য আরেকটি পাত্র দিয়ে ঢেকে দিতে হবে।

  6. 6

    ৫) এবার গ্যাস চুলা সিম করে পাত্র টি বসিয়ে দিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন এরপর খুন্তির সাহায্যে মাছ গুলো নাড়াচাড়া করে দিয়ে আবার ১০ মিনিট ঢাকা দিন পরে গ্যাস চুলা বন্ধ করে দিন।

  7. 7

    ৬) গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

  8. 8

    আপনারা চাইলে লোহার তাওয়া ব্যবহার করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Susmita Dutta Laha
Susmita Dutta Laha @cook_25879858

Similar Recipes