এগ ও সয়া কারি(Egg with soya curry recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

এগ ও সয়া কারি(Egg with soya curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩-৪ জনের জন্য
  1. ১বাটি সয়াবিন
  2. ১টি পেঁয়াজ কুচি
  3. ১চা চামচ রসুন বাটা
  4. ১চা চামচ আদা বাটা
  5. স্বাদ মতকাঁচা লঙ্কা কুচি
  6. ৩ টি ডিম
  7. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১চা চামচ ধনেপাতা কুচি
  10. ১/২চা চামচ গোলমরিচ গুঁড়ো
  11. স্বাদ মতনুন
  12. ২টেবিল চামচ সাদা তেল
  13. ১চা চামচ গরম মশলার গুঁড়ো
  14. কারি বানানোর জন্য:-
  15. ২টি সিদ্ধ টুকরো করা আলু
  16. ১টি পেঁয়াজ কুচি
  17. ১/৪ চা চামচ গোটা জিরে
  18. ১টি তেজপাতা
  19. ১/২চা চামচ রসুন বাটা
  20. ১/২টমেটো কুচি
  21. ১চা চামচ আদা বাটা
  22. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  23. ১ চা চামচ ধনে গুঁড়ো
  24. ১ চা চামচ জিরে গুঁড়ো
  25. ১ চা চামচ গরম মশলার গুঁড়ো
  26. স্বাদ মতনুন ও লঙ্কা গুঁড়ো
  27. পরিমাণ অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে সয়াবিন গরম জলে সিদ্ধ করে আধঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। আধঘণ্টা পর জল ঝড়িয়ে
    ভালো করে ঠান্ডা জল দিয়ে চার, পাঁচবার ধুয়ে নিয়ে, ভালো করে জল চিপে চিপে বের করে, মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তারপর সয়াবিন পেস্টটি একটি পাত্রে ঢেলে নিয়ে,ডিম, পিঁয়াজ কুচি ও লঙ্কা কুচি ও গোলমরিচ গুঁড়ো,গরম মশলার গুঁড়ো, এবং স্বাদমতো নুন দিয়ে সমস্ত উপকরণ দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর প্যানে এক টেবিল চামচ তেল গরম করে সয়াবিন ও ডিম দিয়ে মাখানো মিশ্রণটি প্যানে ঢেলে চৌকো সেপ করে নিতে হবে। এবার এক পিঠ ভালো করে ভাজা হলে, আরও এক টেবিল চামচ তেল দিয়ে উল্টো পিঠ ভালো করে ভেজে নিতে হবে।

  3. 3

    তারপর ভেজে নেওয়া সয়াবিন ও ডিম একটি পাত্রে ঢেলে নিয়ে, ছুরি দিয়ে চৌকো আকারে ছোট ছোট পিস্ করে কেটে নিতে হবে।এরপর কড়াতে পরিমাণ মতো তেল গরম করে তেজপাতা ও গোটা জিরে ফোরন দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে, একে একে রসুন বাটা, টমেটো কুচি, আদা বাটা, হলুদ,ধনে গুঁড়ো,জিরে গুঁড়ো,পরিমাণ মতো নুন ও লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে,সিদ্ধ করা আলুগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল ও নুন দিয়ে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা সয়াবিন ও ডিম ফ্রাই গুলি দিয়ে এবং  গরম মশলার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিতে হবে।

  4. 4

    এবার তৈরি এগ ও সয়া কারি। গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

মন্তব্যগুলি (2)

Similar Recipes