ঝাল ঝাল চানা মশলা (jhal jhal chana masala recipe in Bengali)

Barna Acharya Mukherjee
Barna Acharya Mukherjee @Barna_Mukherjee

#c1
#week1
কাবুলি ছোলা আমার খুব ই প্রিয়, আর সেটা যদি ঝাল ঝাল বানানো যায় তাহলে স্বাদ আরো বেড়ে যায়।

ঝাল ঝাল চানা মশলা (jhal jhal chana masala recipe in Bengali)

#c1
#week1
কাবুলি ছোলা আমার খুব ই প্রিয়, আর সেটা যদি ঝাল ঝাল বানানো যায় তাহলে স্বাদ আরো বেড়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৪ জন
  1. ২৫০গ্রাম কাবুলি ছোলা
  2. ২টো মাঝারি পেঁয়াজ
  3. ৫টা কাঁচা লঙ্কা
  4. ৬ কোয়া রসুন
  5. ১০গ্রাম আদা
  6. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  7. ১চা চামচ গোটা জিরে
  8. ২টো তেজপাতা
  9. স্বাদ মতনুন
  10. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  11. ১টেবিল চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  12. ১/২টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো
  13. ১চা চামচ ভাজা মশলা
  14. ২টো মাঝারি মাপের টমেটো
  15. ২টো শুকনো লঙ্কা
  16. ১টেবিল চামচ রেড চিলি সস
  17. ১কাপ লিকার চা (চিনি ছাড়া)
  18. পরিমাণ মতবেকিং সোডা
  19. ৬টেবিল চামচ সর্ষের তেল
  20. ১টেবিল চামচ ঘি
  21. ২-৩টুকরো আদা
  22. ১চা চামচ হিং
  23. ১টা কাঁচা লঙ্কা চিরে নেওয়া
  24. ১চা চামচ আনার দানা গুঁড়ো
  25. ১চা চামচ হালকা রোস্ট করে নেওয়া কসুরি মেথি
  26. ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    কাবুলি ছোলা গুলো ৮ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে

  2. 2

    একটা প্রেসার কুকারে ছোলা গুলো, নুন, বেকিং সোডা, গোটা গরম মশলা, তেজপাতা,লিকার চা,১কাপ জল দিয়ে ছোলা গুলো সেদ্ধ করে নেব।একটা সিটি দেওয়ার পর আঁচ কমিয়ে ১০মিনিট রাখলেই সেদ্ধ হয়ে যায়।

  3. 3

    আদা রসুন ও কাঁচা লঙ্কা গুলো একসাথে বেটে নেব

  4. 4

    টমেটো আর শুকনো লঙ্কা গুলো বেটে নোবো

  5. 5

    পেঁয়াজ গুলো খুব মিহি করে কুচি করে নেব

  6. 6

    কড়াই তে তেল গরম করে জিরে ফোড়ন দেবো পেঁয়াজ গুলো যোগ করে ১০মিনিট ধরে ভাজা ভাজা করতে হবে

  7. 7

    আদা রসুন কাঁচা লঙ্কা বাটা যোগ করে নুন হলুদ ও জিরে গুঁড়ো যোগ করবো কষাতে থাকবো তেল ছেড়ে এলে টমেটোর পেস্ট টা যোগ করবো,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো

  8. 8

    পছন্দ মতো রং এলে সেদ্ধ করে রাখা ছোলা গুলো জল সমেত যোগ করবো আর কিছুক্ষন ফুটতে দেবো..আনার দানা গুঁড়ো টা যোগ করবো...

  9. 9

    একটা ছোট পাত্রে ঘি গরম করে তাতে আদা হিং ও কাঁচা লঙ্কা অল্প ভাজা ভাজা করে নিয়ে ছোলা টাই যোগ করবো... নামানোর আগে গরম মশলা ও কস্তুরী মেথি যোগ করে নাড়িয়ে দেবো

  10. 10

    গরম গরম নানপুরীর সাথে পরিবেশন করবো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barna Acharya Mukherjee
Barna Acharya Mukherjee @Barna_Mukherjee
আমার কাছে রান্না একটি শিল্প... নিজের মনের মতো রান্না করি... যে ডিশ ই বানাই খুব ভালোবেসে বানাই আর নতুনত্ব রাখার চেষ্টা করি...
আরও পড়ুন

Similar Recipes