টক ঝাল চানা মসালা (Tok Jhaal Chana Masala recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#GA4
#Week6
আমার রান্না এই টক ঝাল চানা মসালা টি বিশেষ করে যারা নিরামিষ খান তাদের কথা চিন্তা করে রান্না। পেঁয়াজ ও রসুন বাদ দিয়ে রান্না।

টক ঝাল চানা মসালা (Tok Jhaal Chana Masala recipe in Bengali)

#GA4
#Week6
আমার রান্না এই টক ঝাল চানা মসালা টি বিশেষ করে যারা নিরামিষ খান তাদের কথা চিন্তা করে রান্না। পেঁয়াজ ও রসুন বাদ দিয়ে রান্না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৩ জন
  1. ১৫০গ্রামকাবুলি ছোলা
  2. ১টি বড় এলাচ
  3. ২টিলবঙ্গ
  4. ১ছোটো টুকরোদারুচিনি
  5. ১টিতেজপাতা
  6. ২-৩ টেবিল চামচতেঁতুল ভেজানো জল
  7. ১ টেবিল চামচখুব পাতলা ও ছোটো আদা কুচি
  8. ৩টিকাঁচা লঙ্কা চেরা
  9. ২চা চামচচানা মসলা গুঁড়ো
  10. ১ /২চা চামচগরম মসলা গুঁড়ো
  11. ১চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  12. ১চা চামচভাজা মশলা (জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো)
  13. ২ টেবিল চামচসাদা তেল
  14. ৪কাপজল
  15. স্বাদমতোনুন
  16. পরিমাণমতোধনেপাতা ও কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    সারারাত ছোলা ভিজিয়ে রেখে জল পাল্টে গোটা গরম মসলা, তেজপাতা ও নুন স্বাদমতো মিশিয়ে প্রেসার কুকারে ৫/৬ টি সিটি দিয়ে গ্যাস বন্ধ করে ঠান্ডা হলে কুকারের ঢাকনা খুলতে হবে। ছোলা ছেঁকে নিয়ে গোটা গরম মসলা বের করে দিতে হবে।জল আলাদা করে রাখতে হবে। কড়া তে সিদ্ধ ছোলা রেখে তারপর কাঁচা লঙ্কা চেরা, আদা কুচি ও সমস্ত গুঁড়ো মসলা, নুন ও তেঁতুলের জল দিয়ে গ্যাসের ওপর রেখে গরম করতে হ

  2. 2

    কড়া তে ছোলা নাড়িয়ে সমস্ত মসলা মিশিয়ে নিতে হবে। তড়কা প্যানে তেল গরম করতে হবে ধোঁয়া ওঠা পর্যন্ত। সেই তেল কড়া তে ছোলার ওপরে ছড়িয়ে নাড়িয়ে দিতে হবে। তারপর ছোলা সিদ্ধ করা জল অল্প করে ৩/৪ বারে মিশিয়ে ফুটতে দিতে হবে।

  3. 3

    ১০ মিনিট মাঝারি আঁচে ঢেকে ফুটতে দিতে হবে। মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে যাতে করে মসলা না ধরে যায় কড়া তে। গ্যাস বন্ধ করে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইম এর পর পরিবেশন পাত্রে ঢেলে ধনেপাতা ও কাঁচা লঙ্কা সাজিয়ে পরিবেশন করুন লুচি, পরোটা র সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes