আম্রপালীর স্পেশাল কাজু কফি ফাজ কেক(kaju coffee fudge cake recipe in Bengali)

Amrapali Bose
Amrapali Bose @Amrapali_thechef

#cookpad
#sarekahon
চিরাচরিত আমন্ড চকোলেট ফাজ কেকটিকে একদম নতুন আঙ্গিকে তৈরী করি আমি। কফির গন্ধে ভরপুর, গরম মশলার স্বাদ যুক্ত, চকোলেট ও কাজুর প্রলেপ দেওয়া এই কেক গরম গরম খেলে প্রাণ
জুড়িয়ে যায় । আপনারাও বানিয়ে ফেলুন চটজলদি ।

আম্রপালীর স্পেশাল কাজু কফি ফাজ কেক(kaju coffee fudge cake recipe in Bengali)

#cookpad
#sarekahon
চিরাচরিত আমন্ড চকোলেট ফাজ কেকটিকে একদম নতুন আঙ্গিকে তৈরী করি আমি। কফির গন্ধে ভরপুর, গরম মশলার স্বাদ যুক্ত, চকোলেট ও কাজুর প্রলেপ দেওয়া এই কেক গরম গরম খেলে প্রাণ
জুড়িয়ে যায় । আপনারাও বানিয়ে ফেলুন চটজলদি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 ঘন্টা
6 সারভিংস
  1. 2 কাপময়দা
  2. 1 1/2 কাপমিহি চিনি
  3. 3 টিডিম
  4. 1/2টেবিল চামচ বেকিং পাউডার
  5. 1 কাপদুধ
  6. 2টেবিল চামচ কফি
  7. 2টেবিল চামচ কোকো পাউডার
  8. 200 গ্রামডার্ক চকোলেট
  9. 300 গ্রামমাখন
  10. 1/2টেবিল চামচ গরম মশলা
  11. 200 গ্রামকাজু বাদাম

রান্নার নির্দেশ সমূহ

2 ঘন্টা
  1. 1

    একটি পাত্রে 250 গ্রাম মাখন এবং 1 কাপ চিনি ভালো করে ফেটিয়ে নিন।

  2. 2

    এবার একটা করে ডিম মেশান। ভালো করে ফেটিয়ে নিন। তারপর আরেকটা ডিম মেশান। এইভাবে ধাপে ধাপে তিনটি ডিম মেশান।

  3. 3

    এবার ময়দা, কফি, কোকো পাউডার,গরম মশলা,বেকিং পাউডার ভালো করে ছেকে নিন এবং একসাথে ভালো করে মেশান।

  4. 4

    এবার এই শুকনো মিশ্রণটিকে ডিম, মাখন, চিনির মিশ্রণ টির সাথে মিশিয়ে হালকা করে ফোল্ড করতে থাকুন।

  5. 5

    ফোল্ড করতে করতে 1 কাপ দুধ মিশিয়ে নিন এবং টুথপেস্টের থেকে একটু পাতলা একটি মিশ্রণ তৈরি করুন।

  6. 6

    প্রি হিটেড ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে 50 মিনিট কেকটি বেক করতে হবে।

  7. 7

    এবার ফ্রায়িং প্যানে 50 গ্রাম মাখন গরম করে তার মধ্যে ডার্ক চকোলেট ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি প্রায় বেক হয়ে যাওয়া কেকের ওপর লেপে দিন।

  8. 8

    কাজুবাদাম গুলো হালকা করে পিষে নিতে হবে, যাতে খুব বেশি মিহি না হয়। এবার এই বাদাম দিয়ে পুরু করে প্রলেপ দিয়ে দিতে হবে। ইচ্ছা হলে কিসমিস, বেরী, চকোচিপস ইত্যাদি ও দিতে পারেন ওপরে। তারপর আরো 10 মিনিট ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিন।
    তৈরী হয়ে গেলো অত্যন্ত সুস্বাদু কাজু কফি কেক ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Amrapali Bose
Amrapali Bose @Amrapali_thechef

Similar Recipes