চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে স্পেশ্যাল
week4
#fd#week4
এক কথায় বন্ধু হলো ,দুধ যেমন সুষম খাদ্য, সব কিছু আছে ঠিক তেমনি সব মিলিয়ে মনের মতো যে সে হলো বন্ধু, all in one
আমি বন্ধুদের জন্যে আজ বানালাম চিকেন বিরিয়ানি।

চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে স্পেশ্যাল
week4
#fd#week4
এক কথায় বন্ধু হলো ,দুধ যেমন সুষম খাদ্য, সব কিছু আছে ঠিক তেমনি সব মিলিয়ে মনের মতো যে সে হলো বন্ধু, all in one
আমি বন্ধুদের জন্যে আজ বানালাম চিকেন বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ : ৩০ মিনিট
১২ জন
  1. ১.২৫ গ্রাম বিরিয়ানির চাল
  2. ২ কেজি চিকেন
  3. ৫০০ গ্রাম আলু
  4. ১০ টি বড় পেঁয়াজ
  5. ৬ চা চামচ আদা বাটা
  6. ৬ চা চামচ রসুন বাটা
  7. ৩ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  8. ১৫ টি + ২ টিছোটো এলাচ , বড়ো এলাচ
  9. ৪ টি লম্বা দারচিনি
  10. ২+৮+১ টি +প্রয়োজন মত স্টার ,তেজপাত, কাশ্মীরী লঙ্কা, সা জিরে,সা মরিচ।
  11. ১৫টি +৮ টি কাবাব চিনি ও লবঙ্গ
  12. ৫০০+ ২৫০গ্রামদুধ+ দই
  13. ১০০ গ্রাম আলু বুখারা
  14. ১০০ গ্রাম ক্ষীর
  15. ৪ +৪চা চামচ গোলাপ জল + কেওড়া জল
  16. ৪ ফোঁটা মিঠা আতর
  17. ১০ ফোঁটা বিরিয়ানি এসেন্স
  18. ৫০ গ্রাম ঘি
  19. ৫চা চামচলঙ্কার গুঁড়ো
  20. স্বাদ মতনুন ও চিনি
  21. পরিমাণ মত জল
  22. ৩০০ গ্রাম সাদা তেল
  23. ২চা চামচ কেশর
  24. ১০ টি গোটা গোলমরিচ
  25. ২+২ টিজায় ফল ও জয়িত্রী

রান্নার নির্দেশ সমূহ

১ : ৩০ মিনিট
  1. 1

    চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট,তার পর পুরো চাল ধরবে এমন একটি পাত্রে জল দিয়ে তাতে,তেজপাতা,সা জীরে, সা মরিচ,এলাচ,কাবাব চিনি, দারচিনি,লবঙ্গ,১ চা চামচ সাদা তেল ও পরিমান মতে নুন দিয়ে ফুটে উঠলে চাল দিয়ে দিতে হবে।একটু ফুটে উঠলে নামিয়ে ভালো করে ফ্যান ঝড়িয়ে নিতে হবে।

  2. 2

    ওপর গ্যাসে একই সময়ে যাবতীয় মশলা ভেজে নিতে হবে ও মিক্সিতে গুঁড়ো করে রাখতে হবে, রান্নাটা তে আমি হলুদ ব্যাবহার করিনি, আপনারা ইচ্ছা হলে করতে পারেন।

  3. 3

    এবার কেটে রাখা আলু ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে রাখতে হবে।চিকেন গুলো ধুয়ে জল ভালো করে ঝড়িয়ে রাখতে হবে,আর তাতে মেশাতে হবে কাশ্মীরি লংকার গুঁড়ো,ঝাল লংকার গুঁড়ো,নুন কেশর,দই,আদা, রসুন,পিঁয়াজ,এর পেস্ট।

  4. 4

    করাই তে তেল দিয়ে তাতে পিঁয়াজ কুচি ভালো করে ভেজে ব্রাউনিস রঙের হলে তুলে নিতে হবে,এটাই বেরেস্তা,একটা পাত্রে রেখে দিতে হবে।

  5. 5

    ওই তেলেই এবার চিকেন একটু ভেজে নিতে হবে,সব চিকেন ভেজে তুলে নিয়ে সেই তেলে ভেজে নিতে হবে আলু গুলো।

  6. 6

    আলু ভাজা হয়ে গেলে সেই মশলা তেল নামিয়ে একটা পাত্রে রাখতে হবে।

  7. 7

    এবার দুধের মধ্যে গোলাপ জল,কেওড়া জল,আতর,বিরিয়ানী এসেন্স মিশিয়ে রাখতে হবে,একটু দুধে আলাদা করে ভিজিয়ে নিতে হবে কেশর।

  8. 8

    এবার আমি হাঁড়িতে করেছি,তাই হাঁড়িতে সাজিয়ে নিতে হবে ভাজা আলু আর ভাজা চিকেন,তার উপর ফেটিয়ে রাখা দই....এবার এক রাউন্ড তৈরি রাইস দিয়ে দিতে হবে,....অল্প করে দিয়ে দিতে হবে মিক্স করে রাখা দুধ।

  9. 9

    এবার আলু বকরা দিয়ে দিতে হবে,.আর তার উপর ছড়িয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা ক্ষির,আবার রাইসের বেশ কিছুটা দিয়ে দিতে হবে।প্রতি স্তরেই অল্প করে বেরেস্তা দিতে হবে,আর দিতে হবে মিক্স করে রাখা মশলা।

  10. 10

    এবার বাকি যেটুকু রাইস থাকবে দিয়ে তেল মশলার অংশ থেকে ছড়িয়ে দিতে হবে পুরো তেল।ঢেলে দিতে হবে মিক্স করে রাখা দুধের বাকি সবটা, তৈরি করে রাখা মসলা ছড়িয়ে দিয়ে ঘি দিয়ে ভালো করে চাপা দিয়ে গ্যাসে বসিয়ে ৫ থেকে ১০ মিনিট হাই ফ্লেমে দিয়ে,গ্যাস কমিয়ে লো করে ৪০ মিনিট রাখতে হবে।খেয়াল রাখতে হবে হাঁড়ির ঢাকা যেনো ঠিক হয়,স্টিম যেনো বাইরে না আসে।

  11. 11

    ৪৫ মিনিট পর গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা হতে দিতে হবে।ব্যাস তারপর একটা প্লেটে স্যালাড দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন মনের আনন্দে,.........বন্ধুদের কাছে এই বন্ধুর অনুরোধ রইলো এভাবে করে দেখার জন্যে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

Similar Recipes