মাখা সন্দেশ পুরভরা নলেনগুড়ের পাটিসাপটা ( Makha sandesh purbhora nolen gurer patisapta recipe in Beng

Sumana Chowdhury
Sumana Chowdhury @hitktr44

মাখা সন্দেশ পুরভরা নলেনগুড়ের পাটিসাপটা ( Makha sandesh purbhora nolen gurer patisapta recipe in Beng

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4 জন
  1. 1.5 লিটারদুধ
  2. 100 গ্রামপাটালি গুড়
  3. 100মিলি ললেন গুড়
  4. 1টি বড় পাতিলেবু
  5. 100 গ্রামময়দা
  6. 50 গ্রামচালের গুঁড়া
  7. 1 চা চামচএলাচ গুঁড়ো
  8. 25 গ্রামঘি

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে 1 লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিয়ে একটি পাতিলেবু দিয়ে ছানা কাটিয়ে একটা পাতলা কাপড়ে মধ্যে ছানা টাকে নিয়ে জল ভালো করে ছেঁকে ফেলে দিতে হবে।

  2. 2

    ফ্রাইপ্যান গরম হলে একচামচ ঘি দিতে হবে। ছানা কে ঘি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে।এরপর 50গ্রাম পাটালি গুড় প্যান এ দিয়ে ভালো করে ছানা র সাথে মিক্স করতে হবে।শেষে একচামচ এলাচগুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে মাখা সন্দেশ। পুর তৈরি হয়ে গেল।

  3. 3

    বাকি 50 গ্রাম পাটালিগুড় ও লনেন গুড় একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে। 500 ml দুধ আগে ফুটিয়ে নিয়ে ভালোকরে ঠান্ডা করে নিতে হবে।যেন ঘরের তাপমাত্রায় থাকে। এরপর ওই মিশ্রনে 100 গ্রাম ময়দা ও 50 গ্রাম চালের গুঁড়া ভালো করে মিক্স করে ব্যাটার টা পাতলা করে বানাতে হবে।

  4. 4

    এরপর প্যান গরম করে তাতে অল্প ঘি ব্রাশ করে ব্যাটার টা হাতা তে করে ঢেলে ছড়িয়ে নিয়ে পাতলা গোল আকার দিতে হবে।এরপর ওর মধ্যে মাখা সন্দেশ পুর লম্বা করে রেখে ফোল্ড করে নিতে হবে।তাহলেই তৈরি নলেনগুড়ের পাটিসাপটা।এরপর ঠান্ডা হলে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Chowdhury
রান্নাঘর ------আমার এক স্বপ্নপূরণের গল্প
আরও পড়ুন

মন্তব্যগুলি (2)

Similar Recipes