রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিঠ
2 জন
  1. 2 কাপবাঁধাকপি কুচি
  2. 1 কাপআলু কুচি
  3. 1/2 কাপপেঁয়াজ কুচি
  4. 2 টেবিল চামচধনেপাতা কুচি
  5. 3 টেবিল চামচগ্রেট করা মজরেলা চিজ
  6. 3 টেডিম
  7. 1 চা চামচচিলি ফ্লেক্স
  8. স্বাদমতনুন
  9. 1 প্যাকেটম্যাগি মশলা
  10. 1 টেবিল চামচতেল
  11. 2 টেবিল চামচআটা
  12. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিঠ
  1. 1

    প্রথমে একটা প্যানে 1 চা চামচ তেল গরম করে ওতে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজতে হবে

  2. 2

    এবার ওতে আলু আর বাঁধাকপি কুচি দিয়ে কিছুক্ষন ভাজতে হবে

  3. 3

    এবার ওতে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে

  4. 4

    এবার ঐ মিশ্রন টা রুম টেম্পারেচার এ আসার পর ওতে আটা, 1 টা ডিম, ম্যাগি মশালা, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স আর একটু নুন দিয়ে ভালোকরে মিক্স করে নিতে হবে

  5. 5

    এবার একটা বাটিতে 2 টো ডিম ভেঙ্গে ফেটিয়ে রাখতে হবে

  6. 6

    এবার একটা ননস্টিক ফ্রাই প্যান এ 1 চা চামচ তেল গরম করে ওতে ঐ বাঁধাকপির মিশ্রন টা ঢেলে দিয়ে ওর ওপরে গ্রেটেড চীজ দিয়ে তার ওপরে ফেটানো ডিম দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 - 6 মিনিট রান্না করতে হবে

  7. 7

    এবার একটা প্লেটের সাহায্যে উল্টিয়ে দিয়ে আরো 2 মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে

  8. 8

    এবার ইচ্ছেমত শেপে কেটে যেকোনো সস অথবা চাটনির সাথে গরম গরম বাঁধাকপির প্যানকেক সার্ভ করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today

Similar Recipes