চাটনি (chutney recipe in Bengali)

সুতপা দত্ত
সুতপা দত্ত @sutapa_121983

চাটনি (chutney recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৭০ জন
  1. ৪ কিলো টমেটো
  2. ৪০০ গ্রাম আমসত্ব
  3. ৩০০ গ্রাম খেজুর
  4. ১কিলো গ্রাম চিনি
  5. ১/২ চা চামচ পাঁচ ফোড়ন
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. স্বাদ মত লবণ
  8. ৭-৮ টেবিল চামচসরিষারতেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ভালো করে নাড়ুন।

  2. 2

    এবার পরিমাণমতো লবণ ও হলুদ দিয়ে ঢেকে রাখতে হবে এর পর ঢাকনা খুলে সিদ্ধ হয়ে এলে ওর মধ্যে খেজুর ও আমসত্ত্ব দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে।

  3. 3

    এরপর চিনি দিয়ে ভালো করে মিক্সড করে ওপরে পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ভেজে গুঁড়া করে ওপরে ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
সুতপা দত্ত

Similar Recipes