গার্লিক চিকেন (garlic chicken recipe in Bengali)

Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus


আমি আজ গার্লিক চিকেন বানিয়েছি। এই ডিশ টা আমার খুব পছন্দের।

গার্লিক চিকেন (garlic chicken recipe in Bengali)


আমি আজ গার্লিক চিকেন বানিয়েছি। এই ডিশ টা আমার খুব পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫/৩০ মিনিট।
২/৩ জন।
  1. ৪০০ গ্রাম হাড় বিহীন চিকেন
  2. 4টেবিল চামচ রসুন কোয়া কুচানো
  3. 4টেবিল চামচ সাদা তেল
  4. স্বাদ মত লবণ
  5. 1টেবিল চামচ লঙ্কার গুঁড়ো
  6. 1/2 কাপ (ছোট)পেয়াঁজ চার ভাগ কোরে কাটা
  7. 2টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  8. 4টেবিল চামচ টমেটো সস
  9. 1/2টেবিল চামচ সয়া সস
  10. 1 চা চামচআজিনামোটো
  11. 1 কাপচিকেন স্টক
  12. 4টেবিল চামচপেঁয়াজ পাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

২৫/৩০ মিনিট।
  1. 1

    গ্যাস ওভেন জ্বালালাম। রান্নার জন্য কড়াই বসালাম। সাদা তেল ঢেলে দিলাম। তেল গরম হলে মাঝারি আঁচে রান্না শুরু করলাম।তেলে রসুন কুচি দিয়ে দিলাম। সামান্য নাড়া চারা করে পেয়াঁজ কুচানো দিয়ে দিলাম। বাদামি রঙ ধরিয়ে চিকেন এর টুকরো গুলি ঢেলে দিলাম।

  2. 2

    আন্দাজ মতো লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম । দুই টেবিল চামচ পেয়াঁজ পাতা কুচি দিয়ে দিলাম । চিকেন ভালো করে কষে নিলাম। চিকেন থেকে জল বেরিয়ে শুকানো পর্যন্ত ঢাকনা খুলে রাখলাম। তারপর টমেটো সস ও সয়া সস দিয়ে দিলাম। কর্ণফ্লাওয়ার চিকেন স্টক দিয়ে গুলে মাংসে ঢেলে দিলাম, বাকি রাখা চিকেন স্টক ঢেলে দিলাম।

  3. 3

    ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। আঁচটা ধী মে করে দিলাম। ঢাকনা বন্ধ করে দিলাম। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে লবণ ও স্বাদ ঠিক হয়েছে নাকি দেখে নিলাম। গ্রেভি টা ঠিক মতো হয়েছে নাকি দেখে নিলাম। ঢাকনা বন্ধ করে দিলাম। আমার রান্না কমপ্লিট। গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। নামিয়ে নিলাম।

  4. 4

    এবার অন্য একটি পাত্রে ঢেলে নিলাম। পেয়াঁজ পাতা কুচি ছড়িয়ে দিলাম, অজিনা মোটো ছড়িয়ে দিলাম।পরিবেশনের জন্য প্রস্তুত করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

মন্তব্যগুলি

Similar Recipes