গোলাপ জামুন (Gulab jamun recipe in Bengali)

Anusree Goswami
Anusree Goswami @cook_27445071

#ebook06
#week4
আমার এবং আমার বাড়ির সবার খুব পছন্দের মিস্টি।

গোলাপ জামুন (Gulab jamun recipe in Bengali)

#ebook06
#week4
আমার এবং আমার বাড়ির সবার খুব পছন্দের মিস্টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
১০জন
  1. ৫০০গ্রামছানা
  2. ২৫০গ্রামচিনি
  3. ২৫০গ্রাম আমুল গুঁড়ো দুধ খোয়ার জন্য
  4. ১৫টিএলাচ
  5. ১ টেবিল চামচময়দা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    চিনির রস তৈরির জন্য কড়াই গরম করে, তাতে জল এবং চিনি মিশিয়ে ফোটাতে হবে, যখন এই মিশ্রণটি ফুটতে শুরু করার পর 3-4 মিনিট পর্যন্ত ফোটাতে হবে। যখন দুই আঙুলের মধ্যে এই রস ধরলে একটা সুতো তৈরি হবে তখন রস তৈরি হয়ে গেছে বলে বুঝতে হবে। এবার এলাচ গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  2. 2

    একটি বাটিতে খোয়া ক্ষীর, ছানা এবং ময়দা মিশিয়ে ভালো করে হাতের তালু দিয়ে ডলে ডল মেখে একটি মন্ড বানাতে হবে।ভেতরে দেওয়ার জন্য, একটু খোয়া আলাদা রেখে দিতে হবে।এবার মন্ড থেকে ছোট লেচি কেটে নিয়ে তার মধ্যে খোয়া র পুর ভরে দিয়ে ছোট ছোট বল বানাতে হরে।প্রথমে এই বলগুলি মাঝারি গরম তেলে ছেড়ে আঁচ কমিয়ে ভালো করে ভাজতে হবে।এই বলগুলির ওপর একটা হাতা দিয়ে তেল দিতে হবে।আস্তে আস্তে সেই হাতাটা ঘোরাতে হবে যাতে বলগুলি চারদিকে একরকম ভাবে ভাজা হয়।

  3. 3

    এবার তেল থেকে এই সোনালি বলগুলি বের করে নিয়ে, হাল্কা গরম রসে 1-2 ঘন্টা অবধি রেখে দিতে হবে। তারপর সেই রসে ফুলে ওঠা গুলাব জামুন পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anusree Goswami
Anusree Goswami @cook_27445071

Similar Recipes