গোলাপ জামুন (Gulab jamun recipe in Bengali)

Mahua Chakraborty Swami
Mahua Chakraborty Swami @Mahua28_6_11
Guwahati

#GA4
#Week18
এবারের ধাঁধা থেকে আমি গোলাপ জামুন বেছে নিয়েছি।

গোলাপ জামুন (Gulab jamun recipe in Bengali)

#GA4
#Week18
এবারের ধাঁধা থেকে আমি গোলাপ জামুন বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২ কাপ গুঁড়ো দুধ
  2. ৩ টেবিল চামচ ময়দা
  3. ১ চা চামচ সুজি
  4. ১/২ চা চামচ বেকিং সোডা
  5. ১ চা চামচ ঘি
  6. ১ টেবিল চামচ দই
  7. ১ টেবিল চামচ দুধ
  8. ১ কাপ চিনি
  9. ২-৩ টি এলাচ
  10. ৭-৮ কেশর
  11. হলুদ ফুড কালার (অপশনাল)
  12. ভাজার জন্য সাদা তেল+ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটি পাত্রে চিনি, সমপরিমাণ জল, থেঁতো করে নেয়া এলাচ ও কেশর একসাথে ফুটিয়ে নিয়ে সিরা তৈরি করে নিতে হবে।

  2. 2

    পাত্রে গুঁড়ো দুধ, ময়দা, সুজি, বেকিং সোডা,ঘি, দুধ ও দৈ একসাথে মিশিয়ে মেখে নিতে হবে।

  3. 3

    এবার ফুড কালার মিশিয়ে মিশ্রণটি আবার ভালো করে মেখে নিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিতে হবে।

  4. 4

    কড়াইতে সাদা তেল ও ঘি একসাথে মিশিয়ে গরম করে নিতে হবে, বল গুলো ভেজে নিতে হবে, এরপর গরম অবস্থায় সিরায় কিছুসময় ভিজিয়ে রাখতে হবে, তৈরি গোলাপ জামুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahua Chakraborty Swami
Guwahati

Similar Recipes