নবরতন ডাল (Navratan dal recipe in bengali       )

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

# td
@Soma Chakraborty Sinha র রেসিপি তে আমি বানালাম নবরতন ডাল । ভাত , পোলাও ছাড়া রুটি , পরোটার সাথেও দারুন থেকে

নবরতন ডাল (Navratan dal recipe in bengali       )

# td
@Soma Chakraborty Sinha র রেসিপি তে আমি বানালাম নবরতন ডাল । ভাত , পোলাও ছাড়া রুটি , পরোটার সাথেও দারুন থেকে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
6 জনের জন্য
  1. 1/2 কাপমুগ ডাল
  2. 1 টাগাজর ছোট টুকরো করা
  3. 10--12 টা বিন্স ছোট টুকরো করা
  4. 2টেবিল চামচ ক্যাপ্সিকাম ছোট টুকরো করা
  5. 2টেবিল চামচ নারিকেল ছোট টুকরো করা
  6. 2টেবিল চামচ মটর শুঁটি
  7. 2টেবিল চামচ কর্ন / ভুট্টা দানা
  8. 50 গ্রামপনির ছোট টুকরো করা
  9. 1.5টেবিল চামচ টুকরো কাজুবাদাম
  10. 1.5টেবিল চামচ কিসমিস
  11. 1 টাটমেটো
  12. 1 টাতেজপাতা
  13. 2 টাশুকনো লঙ্কা
  14. 2 টাকাঁচালঙ্কা কুচি
  15. 1.5 চা চামচআদা কুচি
  16. 1 চিমটিহিং
  17. 4+4টা+1 টুকরোএলাচ, লবঙ্গ, দারুচিনি
  18. 1/2 চা চামচগোটা জিরা
  19. 1/2 চা চামচশামরিচ, শাজিরা
  20. 1/2 চা চামচহলুদগুঁড়ো
  21. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  22. 1 চা চামচধনে গুঁড়ো
  23. 1/2 চা চামচজিরা গুঁড়ো
  24. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  25. 2টেবিল চামচ তেল
  26. 2টেবিল চামচ ঘি
  27. 1টেবিল চামচ দুধের সর / ক্রিম
  28. 1 চা চামচচিনি
  29. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি
  30. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    গাজর, বিন্স, মটর শুটি, ভুট্টাদানা ফুটন্ত জলে 2 মিনিট ফুটিয়ে তুলে নিয়েছি । কড়াই গরম করে তেল দিয়েছি । পনির টুকরো, কাজু বাদাম, নারিকেল টুকরো ভেজে তুলেছি । ক্যাপ্সিকাম অল্প নেড়েচেড়ে তুলে নিয়েছি ।

  2. 2

    ডাল শুকনো কড়াইতে হাল্কা ভেজে নিয়ে ধুয়ে নিয়েছিলাম ও গরম জলে ভিজিয়ে রেখেছিলাম । আধ ঘন্টা পর ওই জল সহ 1/2 চা চামচ নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি।

  3. 3

    ক্যাপ্সিকাম তুলে নিয়ে ওই তেলে গোটা গরম মশলা, তেজপাতা,শাজিরে ও শামরিচ দিয়েছি লো ফ্লেমে একটু নেড়েচেড়ে কাঁচালঙ্কা ও আদা কুঁচি দিয়েছি একটু নেড়েচেড়ে হিং দিয়েছি । এক টেবিল চামচ জল দিয়ে হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো দিয়েছি । একটু নেড়েচেড়ে টমেটো কুঁচি দিয়ে সামান্য নুন মিশিয়ে ঢাকা দিয়ে টমেটো নরম হতে দিয়েছি।

  4. 4

    এবার পনির ও ক্যাপ্সিকাম বাদে বাকি সব সব্জি ও কাজু কিসমিস মশলা তে মিশিয়ে 4 - 5 মিনিট রান্না করেছি । ডাল প্রায় 90% সেদ্ধ হলে মশলা সহ সব্জী, পনির, ক্যাপ্সিকাম সব ডালে মিশিয়েছি । এই সময় ডালে প্রয়োজন মতো গরম জল দিয়েছি । চিনি ও গরম মশলা গুঁড়ো দিয়েছি স্বাদ মতো নুন দেখে নিয়েছি । 1 মিনিট ফুটিয়ে নিয়েছি ।

  5. 5

    এবার ঘি গরম করে শুকনোলঙ্কা, গোটা জিরা ফোরণ দিয়েছি, একটু নেড়েচেড়ে ডালে ঢেলে দিয়েছি । ধনে পাতা কুঁচি মিশিয়ে দিয়েছি । দুধের সর মিশিয়ে পরিবেশন করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

Similar Recipes