ডুমুরের ডালনা (Dumurer dalna recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

ডুমুর একটি ভীষণ উপকারী সবজি। এটা পাওয়া যায় কম আর কাটতে সময় লাগে বলে অনেকে এড়িয়ে যান ,কিন্তু এটি খুব স্বাদ পূর্ণ হয় এভাবে রান্না করলে।

ডুমুরের ডালনা (Dumurer dalna recipe in Bengali)

ডুমুর একটি ভীষণ উপকারী সবজি। এটা পাওয়া যায় কম আর কাটতে সময় লাগে বলে অনেকে এড়িয়ে যান ,কিন্তু এটি খুব স্বাদ পূর্ণ হয় এভাবে রান্না করলে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট।
৪ জন।
  1. ৫০০ গ্রাম ডুমুর
  2. ২ টি আলু
  3. ২ চা চামচ আদা বাটা
  4. ১ চা চামচ জিরের গুঁড়ো
  5. ১ চা চামচ ধনের গুঁড়ো
  6. ১ চা চামচ লংকার গুঁড়ো
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ গরম মশলার গুঁড়ো
  9. 1/2 চা চামচগোটা জীরে
  10. ৩ টি তেজপাতা
  11. ৩ চা চামচ সাদা তেল
  12. ১ চা চামচ ঘি
  13. ১ চা চামচ চিনি
  14. স্বাদমতোনুন
  15. পরিমান মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট।
  1. 1

    প্রথমে ডুমুর ভালো করে ধুয়ে নিতে হবে আমি কাটা ডুমুর কিনে করেছি তাই কাটতে হয়নি শুধু ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে।

  2. 2

    গুঁড়ো মসলা গুলো আমি একটা পাত্রে নিয়ে রান্নার আগে জল দিয়ে রেখেছি,তাতে করে মসলা খুব মোলায়েম হয়।আর আদা বেটে রাখতে হবে।আলু ছোটো করে কেটে রাখতে হবে।

  3. 3

    এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হবে তাতে গোটা জীরে তেজপাতা ফোড়ন দিতে হবে।আর কেটে রাখা আলু ছেড়ে দিয়ে একটু ভেজে নিতে হবে ।ভাজা হয়ে আসলে সেদ্ধ করে রাখা ডুমুর দিয়ে কষাতে হবে।এড করে দিতে হবে আদা বাটা আর গুঁড়ো মশলার তৈরি করে রাখা পেস্ট।নুন দিয়ে ভালো করে কষাতে হবে।অবশ্যই গ্যাস কমিয়ে নিতে হবে।

  4. 4

    এবার পরিমান মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।১০ মিনিট পর ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিতে হবে ঘি ও গরম মশলার গুঁড়ো। ব্যাস রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য।এবার বন্ধুরা এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুন ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

Similar Recipes